জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার সদ্য খোলা ক্যাফেতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। কানাডায় কপিলের ‘ক্যাপস ক্যাফে’-র সামনে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে খলিস্তানি জঙ্গি হরজিং সিং লাড্ডি, যা ঘটনাকে নতুন মাত্রা দিয়েছে।
সম্প্রতি কানাডার বুকে ‘ক্যাপস ক্যাফে’ নামে নিজের নতুন উদ্যোগ শুরু করেছিলেন কপিল শর্মা, যা অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিল। কিন্তু সেই উন্মাদনাই এবার আতঙ্কে পরিণত হলো। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, দুষ্কৃতীরা একটি গাড়িতে বসে পিস্তল দিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি চালাচ্ছে। এই আকস্মিক হামলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা একটি গাড়ি থেকে এসে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ হতাহত হননি। কপিলের ক্যাফেই হামলাকারীদের মূল লক্ষ্য ছিল কিনা, তা এখনো স্পষ্ট নয়, কারণ কপিলের ক্যাফে যে বহুতলে অবস্থিত, সেখানেই গুলি চালানো হয়েছে বলে জানা গেছে।
ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কানাডার পুলিশ। দুষ্কৃতীদের নিশানায় আসলে কে ছিল, কপিলের ক্যাফে নাকি অন্য কোনো লক্ষ্য, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনাটিই ক্যামেরাবন্দী হয়েছে, যা তদন্তে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
কপিল শর্মা বর্তমানে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তার শিখরে রয়েছেন। তাঁর ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ দর্শকদের মন জয় করে নিয়েছে। কমেডি শোয়ের পাশাপাশি তিনি হিন্দি ছবিতেও অভিনয় করে সিনে জগতেও নিজের ছাপ রেখেছেন। এমন একজন তারকার ভিনদেশে ব্যবসা শুরুর পরই এই ধরনের দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কপিল শর্মার পক্ষ থেকে এই হামলা প্রসঙ্গে কোনো মন্তব্য করা হয়নি। তবে তাঁর অনুরাগীরা এই ঘটনায় গভীরভাবে চিন্তিত। কানাডায় ভারতীয় বংশোদ্ভূতদের উপর হামলার ঘটনা আগেও ঘটেছে, তবে একজন জনপ্রিয় তারকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।