অভিনেতা রজত বেদী আরিয়ান খানের শো ‘দ্যা ব্যাডস অফ বলিউড’ (The Badass of Bollywood)-এর মাধ্যমে অভিনয় জগতে ফিরে এসেছেন। সম্প্রতি সিরিজের প্রিমিয়ারে তাঁর ছেলে ও মেয়ে দুজনেই সংবাদমাধ্যম এবং নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেন। এর মধ্যে রজত বেদীর মেয়ে ভেরা বেদী-কে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই তাঁকে কারিনা কাপুর খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করছেন।
সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত মন্তব্যের কারণে রজত বেদী সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভক্তদের কাছে বিশেষ অনুরোধ করেছেন।
বাবার কাতর অনুরোধ
রজত বেদী তাঁর মেয়ের সঙ্গে দুই প্রখ্যাত অভিনেত্রীর তুলনা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন:
“না, না, প্লিজ, প্লিজ, প্লিজ (হাত জোড় করে)। আমার মেয়েটির বয়স মাত্র ১৮ বছর। সে খুব নিষ্পাপ মেয়ে। হাত জোড় করে আমার অনুরোধ, এমন মন্তব্য দয়া করে করবেন না যে, সে কারিনা কাপুর বা ঐশ্বরিয়া রাইকে রাতের খাবারে ‘খেয়ে ফেলতে পারে’ (খেয়ে নিতে পারে)। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা ধন্য।”
তুলনার বিষয়ে তিনি আরও বলেন, “কারিনা বা ঐশ্বরিয়ার সঙ্গে ওর তুলনা করবেন না। তাঁরা আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় অভিনেত্রী। আমার মেয়েটি খুব ছোট। দয়া করে ওকে ভালোবাসা ও সম্মান দিন।”
কীভাবে আলোচনায় এলেন ভেরা বেদী?
নেটিজেনদের একাংশ ভেরা বেদীকে ‘নতুন ন্যাশনাল ক্রাশ’ বলে ডাকতে শুরু করেছেন। প্রিমিয়ারে তাঁর ছেলে ভিভানও তাঁর সুদর্শন চেহারার জন্য সবার নজর কেড়েছেন।
রজত বেদী জানান, তাঁর মেয়ে এখনও পড়াশোনা করছে এবং কলেজে যায়। হঠাৎ করে প্রচারের আলোয় চলে আসায় সে নিজেও খুব অবাক:
“ও এখন পড়াশোনা করছে, ১৮ বছর বয়স, কলেজে যায়। ও নিজেও বুঝতে পারছে না যে এসব কী হচ্ছে। আমার সঙ্গে রেড কার্পেটে গিয়েছিল, আর তখনই মিডিয়ার নজরে চলে এলো।”
প্রসঙ্গত, রজত বেদী ৯০-এর দশক ও ২০০০ সালের শুরুতে বেশ কিছু জনপ্রিয় ছবিতে কাজ করলেও পরে তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান। আরিয়ান খানের ওয়েব সিরিজের মাধ্যমেই তিনি আবার বলিউডে প্রত্যাবর্তন করলেন।