ওয়ার্ড বয়ের পোশাকে ‘ডাক্তারি’! ভিড়ে ঠাসা হাসপাতালে নাবালিকা শ্লীলতাহানি কাণ্ড, ধাপা থেকে ধরা পড়ল অভিযুক্ত অমিত মল্লিক

রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতাল এসএসকেএম (SSKM)-এর ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারের মধ্যে এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থা করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। ১৫ বছর বয়সি নির্যাতিতা ওই নাবালিকা রোগীকে হেনস্থা করার অভিযোগে হাসপাতালেরই এক প্রাক্তন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

কীভাবে ঘটল ঘটনা?
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে ওই নাবালিকা পরিবারের সঙ্গে এসএসকেএম হাসপাতালের বহির্বিভাগ (OPD)-এ এসেছিল।

ফাঁদে ফেলা: নাবালিকা যখন OPD টিকিটের লাইনে দাঁড়িয়েছিল, সেই সময় অভিযুক্ত অমিত মল্লিক ওয়ার্ড বয়ের পোশাক পরে সেখানে হাজির হয়।

প্রতারণা: পরিবারের লোকজনের কাছে অভিযুক্ত নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দেয়। সে জানায়, সে বিনা লাইনেই দ্রুত টিকিটের ব্যবস্থা করে দেবে।

শৌচাগারে হেনস্থা: এরপরই সে নাবালিকাকে ভুলিয়েভালিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের কাছে অন্য একটি জায়গায় নিয়ে যায়। সেখানেই শৌচাগারের ভেতরে তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ।

শনাক্ত ও গ্রেফতারি
ঘটনার পরই নির্যাতিতা নাবালিকা অভিযুক্তের নামে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ দ্রুত তদন্ত শুরু করে হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। পরে ধাপা এলাকা থেকে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করা হয়।

অভিযুক্তের পরিচয়
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত অমিত মল্লিক এসএসকেএম হাসপাতালের প্রাক্তন গ্রুপ ডি স্টাফ।

হাসপাতাল সূত্র মারফত জানা যায়, অভিযুক্ত এর আগে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালেও কাজ করতেন।

বর্তমানে তিনি এনআরএস হাসপাতালের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

অমিতের এসএসকেএম-এ যাতায়াত ছিল, এই সুযোগেই সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে।

পুলিশ জানিয়েছে, ধৃত যুবক কীভাবে ওয়ার্ড বয়ের পোশাকে হাসপাতালে প্রবেশ করল, তার অতীত কাজের ইতিহাস এবং এই অপরাধে আর কেউ যুক্ত কি না— সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy