ওঁকে ছাড়া আর কেউ গাইতেই পারতেন না’! জুবিন গর্গের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানালেন রাজর্ষি দে ও আশু চক্রবর্তী

কিংবদন্তী গায়ক জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলা ও অসমের সঙ্গীত জগতে। ‘বোঝে না সে বোঝে না’, ‘পিয়া রে’, ‘চোখে চোখে এত কথা’, ‘মন মানে না’-সহ অসংখ্য হিট বাংলা গান গেয়ে তিনি এপার বাংলার শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে সঙ্গীত জগতে এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন শিল্পী মহল।

জুবিন গর্গ-এর শেষ কাজের অভিজ্ঞতা সম্প্রতি ভাগ করে নিলেন দুজন বাঙালি শিল্পী—সঙ্গীত পরিচালক আশু চক্রবর্তী এবং জনপ্রিয় পরিচালক রাজর্ষি দে।

দুই বাঙালির সঙ্গে জুবিনের শেষ কাজ
বছর দুয়েক আগে অসমের প্রেক্ষাপটে তৈরি হওয়া হিন্দি ছবি ‘শ্যাডো আসাসিং’-এর গান ‘কভি ধুপ, কভি ছাঁও’-তে কণ্ঠ দিয়েছিলেন জুবিন। আর এটাই ছিল গায়কের শেষ রেকর্ডিং। এই গানের সঙ্গীত পরিচালনা করেছিলেন আশু চক্রবর্তী এবং গানের কথা লিখেছিলেন রাজর্ষি দে।

আশু চক্রবর্তী আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, “অসমের প্রেক্ষাপটে তৈরি ছবি, তাই আমরা স্থির করি এই গান জুবিন গর্গ ছাড়া আর কেউ গাইতে পারবেন না। আমরা যোগাযোগ করি, এবং খুব আন্তরিকতার সঙ্গে জুবিনদা কাজটা নিতে রাজি হন।”

আশু জানান, রেকর্ডিংয়ের সময় একটি মজার ঘটনা ঘটেছিল, “রেকর্ডিংয়ের প্রথম দিন, প্রায় আট ঘণ্টা আমাদের অপেক্ষা করিয়েও জুবিনদা নিজেই স্টুডিওতে আসেননি। তারপরের দিন এসে অবশ্য খুব দ্রুত গানটি রেকর্ড করেন।” আশুর কথায়, জুবিন গর্গ ছিলেন খুব খামখেয়ালী, কিন্তু মনের দিক থেকে বড্ড ভালো মানুষ। তাঁর এই আকস্মিক চলে যাওয়া ইন্ডাস্ট্রির জন্য বিরাট ক্ষতির।

রাজর্ষির আবেগঘন স্মৃতিচারণা
গীতিকার ও পরিচালক রাজর্ষি দে জানান, জুবিনের মতো একজন শিল্পী গানটি গাইছেন জেনে তিনি খুব স্বস্তি পেয়েছিলেন। জুবিনের সঙ্গে প্রথম আলাপের অভিজ্ঞতাও তিনি ভাগ করে নেন, “জুবিন যখন জানতে পারে, একজন বাঙালি পরিচালক হিন্দি গান লিখেছে, তখন খুব উচ্ছ্বাস প্রকাশ করে। ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও খুব ভালো।”

তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েন রাজর্ষি যখন জানতে পারেন, দু’জন বাঙালির সঙ্গে এটাই ছিল জুবিনের শেষ কাজ। তিনি বলেন, জুবিনের মৃত্যু “আমাদের প্রত্যেকের জন্য খুব কষ্টের।”

অসমের এই জনপ্রিয় শিল্পীর হঠাৎ চলে যাওয়া দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছেই এক বিরাট শূন্যতা সৃষ্টি করল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy