ঐশ্বর্যা-ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক কেন টেকেনি? দীর্ঘদিনের গুঞ্জন ভেঙে নীরবতা ভাঙলেন সলমন খান!

বলিউডের ‘ভাইজান’ সলমন খান-এর প্রেম জীবন ও ব্রেকআপ নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ—বহু সম্পর্ক নিয়ে জল্পনা চললেও, তিনি সাধারণত এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। তবে সম্প্রতি অভিনেত্রী কাজল এবং টুইঙ্কল খান্নার নতুন টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল খান্না’-তে হাজির হয়ে সলমন নিজের সম্পর্কের ভাঙন নিয়ে বড় মন্তব্য করলেন। এই শো-এ তাঁর সঙ্গী ছিলেন আমির খান।

ঐশ্বর্যা এবং ক্যাটরিনার সঙ্গে সলমনের সম্পর্ক কেন টেকেনি, তা নিয়ে একসময় বলিপাড়ায় তীব্র গুঞ্জন ছিল। অনেকেই সলমনের ‘খারাপ ব্যবহার’কে কারণ হিসেবে দেখাতেন। তবে সলমন সেই গুঞ্জনকে পুরোপুরি না ভাঙলেও, সম্পর্কের ভাঙনের এক ভিন্ন দিক তুলে ধরলেন।

উচ্চতা বাড়লেই শুরু হয় সমস্যা!
সলমন খানের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত, সম্পর্কের মধ্যে থাকা ‘অনিরাপত্তা’র অনুভূতিই সম্ভবত ব্রেকআপের প্রধান কারণ ছিল।

সলমন বলেন:

“সম্পর্কে থাকার সময় যখন একজন সঙ্গী অন্যজনের তুলনায় বেশি উচ্চতায় পৌঁছে যায়, ঠিক তখনই সম্পর্কের মধ্যে সমস্যা শুরু হয়। কোনও একজন নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে।”

তিনি আরও বলেন, “তাই আমি মনে করি, দুজনেরই একসঙ্গে বড় হওয়া উচিত। কেউ যেন কারও ঘাড়ে নিশ্বাস না ফেলে, সেদিকে নজর দেওয়া উচিত।”

ইঙ্গিত কি প্রাক্তনদের দিকে?
বলিউড মহলের ধারণা, সলমনের এই মন্তব্য তাঁর প্রাক্তন প্রেমিকাদের, বিশেষত ঐশ্বর্যা রাই বচ্চন এবং ক্যাটরিনা কাইফ-এর, কেরিয়ারে দ্রুত সাফল্য লাভ এবং তাঁদের সঙ্গে তাঁর সম্পর্কের ক্ষেত্রে এই ‘অনিরাপত্তা’র অনুভূতিকে ইঙ্গিত করছে।

প্রসঙ্গত, সলমনের জীবনে একাধিকবার প্রেম এলেও, কোনো সম্পর্কই পরিণতি পায়নি। একসময় সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল এবং বিয়ের কার্ডও পৌঁছে গিয়েছিল বাড়িতে, কিন্তু শেষ মুহূর্তে সেই বিয়ে ভেঙে যায়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy