নিয়োগ দুর্নীতির জেরে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের পর এসএসসি (SSC) নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, তার ভবিষ্যৎ নিয়েও এবার সংশয় প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা এ দিন মন্তব্য করেন, নতুন প্রক্রিয়াতে কেউ নিয়োগ পেলেও তাঁদের ভবিষ্যৎ সম্পূর্ণরূপে মামলার ফলাফলের ওপর নির্ভর করবে।
বিচারপতি কমিশনকে অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য সমস্ত নিয়োগপ্রার্থীকে জানানোর নির্দেশ দিয়েছেন।
১০ অতিরিক্ত নম্বরের মামলা:
এই মামলায় মূলত অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিষয়টি আদালতে ওঠে। এখানে দেখা যায়, এই ১০ নম্বরের কারণে নতুন প্রার্থীরা (নবাগতরা) ভেরিফিকেশনে ডাক পাননি।
এর আগে এই বিষয়ে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, “আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। কোর্ট শুধু বলেছিল, একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতি মুক্ত পরীক্ষা হয়।” সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, রাজ্য যখন পুরনো ও নবাগতদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে, তখন সেই প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্ব রাজ্যেরই। তবে যোগ্য প্রার্থীরা যেন কোনোভাবেই সমস্যার সম্মুখীন না হন।
কিন্তু হাইকোর্টের বর্তমান নির্দেশে স্পষ্ট যে, দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য এই নতুন প্রক্রিয়া শুরু হলেও আইনি জটিলতার ছায়া পুরোপুরি দূর হয়নি।