এসআইআরের সৌজন্যে ২৬ বছর পর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ! নিরুদ্দেশ ছেলেকে ফিরে পেয়ে আনন্দাশ্রু

২৬ বছর আগে বাবার ওপর অভিমান করে ঘর ছেড়েছিলেন যে তরুণ, আজ সেই নিরুদ্দেশ ছেলেকে ফিরে পেয়েছেন বাবা-মা। সৌজন্যে— এসআইআর (Special Identification Report)। দীর্ঘ ২৬ বছর পর বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ হওয়ায় পশ্চিম মেদিনীপুরের পিংলার তরুণ দত্তের চোখে যেমন জল, তেমনই আনন্দাশ্রু বাবা-মায়েরও। অবশেষে স্মৃতির সরণি বেয়ে সেই ২৬ বছর আগের ঘর ছাড়ার কারণ ও দীর্ঘ সফরের কথা তুলে ধরলেন তরুণ।

এক বকুনিতে ঘর ছাড়েন তরুণ:

বর্তমানে পিংলার দুজিপুর এলাকার বাসিন্দা হলেও, তরুণ দত্তর আদি বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। ১৯৯৯ সালে মাত্র কুড়ি বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন তিনি। কেন এই সিদ্ধান্ত? পিংলার বাড়িতে বসে তরুণ জানালেন, “বাবার সঙ্গে ধান কেনাবেচা করতাম। সে সময় কিছু ধারদেনা হয়ে গিয়েছিল। বাবা বকাবকি করেছিলেন। বাবার উপর অভিমানেই ঘর ছেড়ে চলে যাই।”

ঘর ছেড়ে প্রথমে দিল্লিতে যান তরুণ। সেখানে সাত-আট বছর দর্জির কাজ করেন। দিল্লিতে থাকার সময়েই পিংলার এক সহকর্মীর সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। সেই সহকর্মীর পরামর্শে পিংলায় এসে জমি কিনে বিয়ে করেন। বর্তমানে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে তিনি দর্জির কাজের পাশাপাশি চাষবাসও করেন।

যোগাযোগ না করার কারণ:

এই দীর্ঘ ২৬ বছরে মা ও বাবার সঙ্গে একবারও যোগাযোগ হয়নি তাঁর। বাবা-মার কথা মনে পড়লেও কেন যোগাযোগ করেননি? চোখের জল লুকিয়ে তরুণ বললেন, বাবা-মার কথা তাঁর মনে পড়ত। কিন্তু, যোগাযোগা করেননি। আর সেই বহু প্রতীক্ষিত যোগাযোগটাই হলো এসআইআরের সৌজন্যে। তরুণ জানালেন, বাবা-মা ছাড়াও তাঁর তিন দিদি আছেন। এখন প্রত্যেকদিন সবার সঙ্গে কথা হয়।

আর কয়েক দিনের অপেক্ষা:

বাবা-মার সঙ্গে দেখা করতে যাওয়ার প্রবল ইচ্ছে তাঁর। কিন্তু, চাষের কিছু কাজ এখনও বাকি। তরুণ বললেন, কয়েকদিনের মধ্যেই কাজ শেষ করে তিনি ছুটে যাবেন বাবা-মার কাছে। ফোনে কথা হলেও, ২৬ বছর পর একদম সামনে থেকে বাবা-মাকে দেখার সেই দিনটির অপেক্ষায় রয়েছেন তরুণ দত্ত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy