ইংল্যান্ড সফরের পর এবার ভারতীয় দলের সামনে এশিয়া কাপের চ্যালেঞ্জ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আগামী ৯ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হবে এবং ভারত আয়োজক হলেও ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ভারতীয় স্কোয়াড এখনও ঘোষণা না হলেও, সম্ভাব্য একাদশ নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে।
এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ই সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। তবে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪ই সেপ্টেম্বরের জন্য, যেদিন চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। যদি উভয় দল ফাইনালে পৌঁছায়, তাহলে টুর্নামেন্টে মোট তিনবার এই দুই দল একে অপরের মুখোমুখি হতে পারে। খবর অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুতেই ভারতীয় দল আরব আমিরশাহি উড়ে যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে?
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ইংল্যান্ড সফরের স্কোয়াডই বহাল থাকার সম্ভাবনা বেশি। ওপেনিংয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। তিন নম্বরে তরুণ বাঁহাতি ব্যাটার তিলক ভার্মা এবং চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব থাকছেন। পাঁচ ও ছয় নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং ফিনিশার রিঙ্কু সিংয়ের জায়গা প্রায় নিশ্চিত। সাত নম্বরে স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে দেখা যেতে পারে।