ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই দক্ষিণ ২৪ পরগণা জেলায় এক বড় রাজনৈতিক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের দুই ভিন্ন বিধানসভা এলাকায় ভোটার কার্ডে নাম থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে মঙ্গলবার তাঁর ‘X’ হ্যান্ডেলে পোস্ট করেছেন।
বারুইপুর ও কুলতলি—দুই জায়গায় নাম
জানা গিয়েছে, তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রী নমিতা সর্দারের নাম তাঁর বাপের বাড়ি কুলতলি বিধানসভা এলাকায় রয়েছে। পাশাপাশি, স্বামীর বাড়ি বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় থাকার সুবাদে সেখানেও তাঁর ভোটার কার্ডের নাম রয়েছে। অর্থাৎ, একজন ব্যক্তির দুটি আলাদা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ।
‘এরকম অনেকেরই আছে’, বলে মন্তব্য অধ্যক্ষের
এই গুরুতর অভিযোগ প্রকাশ্যে আসার পর বারুইপুর পশ্চিম বিধানসভার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি এই ঘটনাকে লঘু করার চেষ্টা করে বলেন:
“এরকম অনেকেরই নাম আছে। এটা কোনও ব্যতিক্রমী ব্যাপার নয়। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল এটা দেখবার। সুতরাং এই রকম নাম প্রচুর জায়গায় পাওয়া যাবে।”
পাশাপাশি তিনি স্বচ্ছ ভোটার তালিকার পক্ষে সওয়াল করে বলেন, “আমরা তো চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক। প্রত্যেকটা মানুষ যাঁরা ভোটার হবেন তাঁরা ভোট দিতে পারবেন।”
প্রসঙ্গত, SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে কমিশনের অফিস ঘেরাও করা হবে। এমন পরিস্থিতিতে শাসক দলের বিধায়কের স্ত্রীর ডবল ভোটার কার্ডের বিষয়টি ফাঁস হওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে বিতর্কের পারদ আরও চড়েছে।