এনডিএ বৈঠকে যোগ দিলেন মোদী, রাহুল-চিন ইস্যুতে উত্তপ্ত হতে পারে অধিবেশন

বহু প্রতীক্ষার পর অবশেষে এনডিএ সংসদীয় দলের বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকাল ১০টায় সংসদ ভবনের লাইব্রেরি ভবনে এই বৈঠক শুরু হয়, যেখানে জোটের সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। একই সময়ে, একই ভবনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কক্ষে ইন্ডিয়া জোটের সাংসদরাও নিজেদের কৌশল নির্ধারণের জন্য বৈঠকে বসেন। এই দুই বৈঠকের পর সংসদ চত্বরে শাসক ও বিরোধী পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে আজকের অধিবেশন উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সকাল সাড়ে দশটা থেকে বিরোধী সাংসদরা সংসদ চত্বরে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। এর জবাবে, প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের পর এনডিএ সাংসদরা সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে পাল্টা স্লোগান দেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনাগুলো শাসক ও বিরোধী পক্ষের মধ্যে আসন্ন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

এদিকে, সরকার আজ সংসদে কিছু গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে বদ্ধপরিকর। বিরোধীদের বাধার কারণে একাধিক বিল আটকে থাকায় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু ক্ষোভ প্রকাশ করেছেন। রাহুল গান্ধীকে নিয়েও আজকের অধিবেশন উত্তপ্ত হতে পারে। সরকার পক্ষের হাতে এখন সুপ্রিম কোর্টের একটি প্রশ্ন বড় হাতিয়ার হয়ে উঠেছে। রাহুল গান্ধী লাগাতার অভিযোগ করে আসছিলেন যে, চিন লাদাখে ভারতের ভূখণ্ড দখল করে রেখেছে। এ বিষয়ে শীর্ষ আদালত রাহুলকে প্রশ্ন করেছে, “আপনি কী করে জানলেন, চিন আমাদের জমি দখল করেছে?” এই প্রশ্নটি সরকার পক্ষ রাহুলকে কোণঠাসা করার জন্য ব্যবহার করতে পারে।

অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর এই বৈঠকে উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী ৭ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ শুরু হবে।

আজ সকালে এনডিএ সংসদীয় দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ‘অপারেশন সিঁদুর’ সফলভাবে বাস্তবায়নের জন্য সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সাংসদরা ‘হর হর মহাদেব’ স্লোগান দেন, যা শ্রাবণ মাসে দেশজুড়ে শিব উপাসনার প্রতিচ্ছবি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy