আইপ্যাক (I-PAC) ডিরেক্টর প্রতীক জৈনের বাড়িতে ইডি (ED) অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি এবং সেখান থেকে ‘সবুজ ফাইল’ উদ্ধার করে আনা নিয়ে এবার রণংদেহি মেজাজে বিজেপি। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর সরাসরি প্রশ্ন, “ওই ফাইলে এমন কী গোপন তথ্য ছিল যার জন্য মুখ্যমন্ত্রীকে নিজে ছুটে যেতে হলো? আপনি কি ভয় পাচ্ছিলেন যে ওই তথ্য ফাঁস হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেঁসে যাবেন?”
গিরিরাজ সিং এদিন সাংবাদিকদের সামনে বলেন, “বাংলার মানুষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী কাজ করছেন। এমন মুখ্যমন্ত্রী কি কোথাও দেখা যায় যিনি ইডি-র হাত থেকে নথিপত্র একপ্রকার ছিনিয়ে নিয়ে আসেন? উনি বলছেন ইডি নাকি ওঁর দলের রণনীতি চুরি করতে গিয়েছে, একেই বলে চোরের মায়ের বড় গলা!” কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশককে (DGP) সঙ্গে নিয়ে গিয়ে নথিপত্র সরিয়ে এনেছেন। তাঁর কথায়, “এত বড় সাহস! কেন চুরি করতে হলো ওই কাগজ? উল্টে আপনি অমিত শাহকে গালিগালাজ করছেন। এভাবে আপনি পার পাবেন না।”
তৃণমূল নেত্রীকে আক্রমণ করার পাশাপাশি পশ্চিমবঙ্গকে ‘বাংলাদেশ’-এর সঙ্গে তুলনা করেন গিরিরাজ। তিনি দাবি করেন, রাজ্যটি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এবং প্রতিটি জেলায় হিন্দুরা ভীত হয়ে দিন কাটাচ্ছেন। হিন্দুদের একজোট হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ডাক দেন তিনি।
অন্যদিকে, এই বিতর্কিত ইডি হানা নিয়ে মুখ খুলেছে আইপ্যাক-ও। এক্স (পুরোনো টুইটার) হ্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে, তারা তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তবে এই ধরনের তল্লাশিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে জাতীয় রাজনীতি ও রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।