“এটা দেশদ্রোহীতা, কাউকে রেহাই দেব না!”-কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ রাহুলের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ এক বিস্ফোরক মন্তব্য করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ‘ভোট চুরি’র অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, এই অনৈতিক কাজের সঙ্গে কমিশন নিজেই জড়িত এবং এর বিরুদ্ধে তাঁর কাছে এমন প্রমাণ রয়েছে যা ‘নির্বাচন কমিশনের ভিত নাড়িয়ে দিতে পারে’। এই মন্তব্য রাজ্য এবং জাতীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

রাহুল গান্ধী বলেন, “এমন তথ্য মিলেছে, যা নির্বাচন কমিশনের ভিত নাড়িয়ে দিতে পারে।” স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, “আমরা নিজেরাই অনুসন্ধান চালিয়েছি। আর তাতে এমনই জিনিস খুঁজে পেয়েছি, যা রীতিমতো অ্যাটম বম্ব, ফাটলে নির্বাচন কমিশন পর্যন্ত সম্পূর্ণ নাড়িয়ে দেবে।” তিনি বলেন, এই ‘ভোট চুরি’ রীতিমতো প্রকাশ্যে হচ্ছে এবং তাঁর কাছে এর ‘পাকা প্রমাণ’ রয়েছে।

রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে ব্যবহার করে অনৈতিক কাজের অভিযোগ তুলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “আপনাদের শাস্তি হবেই। কারণ আপনারা যা করেছেন তা দেশদ্রোহীতার সামিল। ফলে আপনি যেই হন না কেন, অবসরপ্রাপ্ত হলেও, আমরা আপনাকে খুঁজে বের করবই।”

তিনি আরও বলেন, “আমি ১০০ শতাংশ প্রমাণ নিয়েই এটা বলছি। এবার সারাদেশের মানুষই জানতে পারবে যে কীভাবে বিজেপির হয়ে নির্বাচন কমিশন ভোট চুরি করছে। একেবারে ওপেন-শাট কেস এটি। কেউ এই বিষয়ে কোনো প্রশ্নও তুলতে পারবে না।”

কমিশনের জড়িত থাকার বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, “আমি অত্যন্ত গুরুত্ব দিয়েই এটা বলছি যে, যে-ই এই কাজ করুন না কেন, নির্বাচন কমিশনে বসেই সেটি করছে। উপর থেকে নিচতলা যেখানেই তারা থাকুন না কেন, আমরা তাদের রেহাই দেব না। আমরা তোমাকে ছাড়ব না কারণ, তুমি ভারতবিরোধী কাজ করেছ। এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। তুমি যেখানেই থাকো না কেন, অবসরপ্রাপ্ত হলেও আমরা তোমাকে খুঁজে বের করব।”

রাহুল গান্ধীর এই আক্রমণাত্মক মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং আসন্ন নির্বাচনগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে বড়সড় প্রশ্ন তৈরি করেছে। তার দাবি করা ‘অ্যাটম বম্ব’ কী এবং কবে তিনি তা জনসমক্ষে আনেন, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy