“এটা কি ধর্ষণের চেয়ে কম?” ভরা রাস্তায় ছেলেকে নগ্ন করে মারধর, মা-বাবার আর্তনাদ

খোদ দেশের রাজধানীর বুকে এক নারকীয় ও লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকল দিল্লির লক্ষ্মী নগর। বিয়ের মাত্র ১০ দিন আগে এক হবু বরকে প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে নৃশংসভাবে মারধর করল একদল দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে শ্লীলতাহানি ও নিগ্রহের শিকার হতে হলো ওই যুবকের বৃদ্ধ বাবা-মাকেও। এই হাড়হিম করা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

জিমের মালিকানা নিয়ে বিবাদ ও পাশবিক অত্যাচার পুলিশ সূত্রে খবর, গত ২ জানুয়ারি বিকেলে একটি জিমের মালিকানা সংক্রান্ত বিবাদের জেরে স্থানীয় কুখ্যাত দুষ্কৃতী সতীশ যাদব ওরফে পিন্টু ও তার দলবল ওই ব্যবসায়ী পরিবারের ওপর চড়াও হয়। অভিযোগে প্রকাশ, সতীশ ও তার সঙ্গীরা ব্যবসায়ী দম্পতিকে মারধর করার পর তাঁদের ছেলেকে সবার সামনে সম্পূর্ণ নগ্ন করে রাস্তায় ফেলে পেটায়। এই চরম অপমানে বিধ্বস্ত ওই যুবক ও তাঁর দাদা বর্তমানে নিরুদ্দেশ। লজ্জায় তাঁরা পরিবারের কারোর ফোনও ধরছেন না।

মায়ের হাহাকার: “ধর্ষণের চেয়ে কম নয় এই অপমান” সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে ওই যুবকের মা বলেন, “বিয়ের ১০ দিন আগে আমার ছেলেকে সবার সামনে উলঙ্গ করা হলো। ওর মানসিক অবস্থা এখন কী, কেউ বুঝতে পারছেন? এই অপমান কি কোনো ধর্ষণের চেয়ে কম?” তিনি আরও অভিযোগ করেন, ওমকার যাদব নামে স্থানীয় এক প্রভাবশালীর মদতেই এই তাণ্ডব চালানো হয়েছে।

কাঠগড়ায় দিল্লি পুলিশ ও ট্রিপল ইঞ্জিন সরকার ভিডিওটিতে দেখা গিয়েছে, যখন ওই যুবককে নগ্ন করে পেটানো হচ্ছিল, তখন কাছেই উপস্থিত ছিলেন কয়েকজন পুলিশকর্মী। কিন্তু তাঁরা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দিল্লি পুরসভা, দিল্লি সরকার এবং কেন্দ্র— তিন জায়গাতেই বিজেপি ক্ষমতায় থাকায় কংগ্রেস একে ‘ট্রিপল ইঞ্জিন সরকারের ব্যর্থতা’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, “দিল্লি পুলিশ এখন শুধু ভিআইপি-দের সেবায় ব্যস্ত, সাধারণ মানুষের নিরাপত্তা শিকেয় উঠেছে।”

এই ঘটনায় রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ মূল অভিযুক্ত সতীশের সন্ধানে তল্লাশি শুরু করলেও আতঙ্কে এলাকা ছেড়েছেন পরিবারের অন্য সদস্যরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy