ধর্ষণে সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়কের জামিন এবং উত্তরপ্রদেশের এক মন্ত্রীর চরম অসংবেদনশীল মন্তব্য—এই জোড়া ইস্যুতে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় এক ঝাঁঝালো পোস্টে তিনি গেরুয়া শিবিরের ‘নারী সুরক্ষা’র দাবিকে কার্যত ধূলিসাৎ করে দিয়েছেন।
অভিষেক তাঁর পোস্টে উত্তরপ্রদেশের উন্নাও কাণ্ডের মূল অভিযুক্ত কুলদীপ সিং সেঙ্গারের জামিন পাওয়ার প্রসঙ্গ টেনে তীব্র উষ্মা প্রকাশ করেছেন। একইসঙ্গে যোগী মন্ত্রিসভার সদস্য ওমপ্রকাশ রাজভরের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে সরব হয়েছেন তিনি, যেখানে রাজভর ধর্ষণের শিকার হওয়া নারীদের নিয়ে উপহাস করেছেন বলে অভিযোগ। অভিষেকের প্রশ্ন, “যখন সাজাপ্রাপ্ত ধর্ষকরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এবং মন্ত্রীরা বিচারপ্রার্থী মেয়েদের অপমান করেন, তখন বুঝতে হবে—আমরা প্রতিটি কন্যা এবং প্রতিটি পরিবারের কাছে ব্যর্থ।”
বিজেপি শীর্ষ নেতৃত্বের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। তিনি স্পষ্ট জানিয়েছেন, এত বড় ঘটনার পরেও মোদী-শাহ-নাড্ডাদের চুপ থাকা আসলে অন্যায়ের প্রতি পরোক্ষ সমর্থন। যখন পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা নিয়ে বিজেপি লাগাতার সরব হচ্ছে, তখন উত্তরপ্রদেশের এই ‘মডেল’ তুলে ধরে অভিষেক প্রমাণ করতে চেয়েছেন যে বিজেপির ‘বেটি বাঁচাও’ স্লোগান আর বাস্তবের মধ্যে আকাশ-পাতাল তফাত।