এক সপ্তাহ যেতে না যেতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স! ৬.১ মাত্রার কম্পনে জারি সতর্কতা, বন্ধ স্কুল-কলেজ

এক সপ্তাহ কাটতে না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। গত ১০ অক্টোবর ৭.৪ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্পের পর এবার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এবারের ভূমিকম্পও জোরাল মাত্রার হওয়ায় নতুন করে বড় ধরনের ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (GFZ) তথ্য অনুযায়ী, শুক্রবার, ১৭ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ৩ মিনিট নাগাদ (ভারতীয় সময়ে ভোর ৪টে ৩৩ মিনিট) এই ভূমিকম্প হয়।

মাত্রার ও উৎস: রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল।

সুনামির সতর্কতা নেই, তবুও জারি সতর্কতা
যদিও এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি, তবুও উপকূল এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে আসতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান: ক্ষয়ক্ষতির আশঙ্কায় আজ এলাকার স্কুল-কলেজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আফটার শক: জোরাল ভূমিকম্পের পর একাধিক আফটার শক (পরবর্তী কম্পন) হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যার জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ৭.৫ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল ফিলিপিন্সের মিন্দানাও প্রদেশে। সেই ভূমিকম্পে স্কুল-হাসপাতাল থেকে ঘরবাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং সেবার সুনামি সতর্কতাও জারি করতে হয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy