দীর্ঘ এক দশক পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে এলেন টলিউডের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-এর ট্রেলার লঞ্চের মঞ্চে, কলকাতার নজরুল মঞ্চে, তাঁদের একসঙ্গে দেখতে পেয়ে অনুরাগীরা আবেগে ভাসলেন। ভক্তদের উপচে পড়া ভিড় আর সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচার এই অনুষ্ঠানকে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত করল।
সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে ছিল ভক্তদের ভিড়। প্রেক্ষাগৃহে প্রবেশ করার পর যেন উন্মাদনার বাঁধ ভাঙল। দেব ও শুভশ্রী মঞ্চে আসতেই উল্লাসে ফেটে পড়লেন দর্শকরা। অনুষ্ঠানে ছিল হাসি-ঠাট্টা, খুনসুটি আর পুরনো দিনের স্মৃতিচারণ।
‘ধূমকেতু’ ছবির প্রযোজক রাণা সরকার দর্শকাসন থেকে দেবকে সরাসরি প্রশ্ন করে বসেন, “ধূমকেতু-এর পর তোমরা আবার কবে জুটি বাঁধবে?” জবাবে দেব বলেন, “নিশ্চয়ই আমরা একসঙ্গে আবার ছবি করতে পারি। কিন্তু তার জন্য আমাদের উপযোগী চিত্রনাট্য লিখতে হবে।” এরপর শুভশ্রী পরিচালক কৌশিক গাঙ্গুলিকে প্রশ্ন করার প্রস্তাব দিলে দেব মজা করে বলেন, “ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি? উনি শুধু নিজের ছবি প্রসেনজিৎ, জয়া আহসান এঁদের কাছে নিয়ে যান।” দেবের এই মন্তব্যে দর্শকদের মধ্যে হাসির রোল ওঠে।
অনুষ্ঠানে দেব বলেন, “আজকে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এই দশ বছরে আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ।”
সঞ্চালক রোহন ভট্টাচার্য শুভশ্রীকে দেবকে কিছু বলতে বললে তিনি ‘চ্যালেঞ্জ’ ছবির বিখ্যাত সংলাপ দিয়ে শুরু করেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ এরপর দেব ও শুভশ্রী একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।
সঞ্চালক যখন জিজ্ঞেস করেন, তাঁরা কবে ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করবেন, তখন দেব হেসে বলেন, “ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি।” সঙ্গে সঙ্গে শুভশ্রী প্রশ্ন করেন, “ব্লকটা কে করল?” এরপর মঞ্চেই তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন।
অনুষ্ঠানের শেষে দেব প্রযোজনা সংস্থার সকল সদস্য এবং তাঁর ও শুভশ্রীর ব্যক্তিগত টিমের সদস্যদের মঞ্চে ডেকে নিয়ে বলেন, “ব্যাস! ঠিক আছে। এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!” এই অনুষ্ঠানটি কেবল একটি ছবির প্রচার ছিল না, বরং দেব-শুভশ্রী জুটির এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে ধরা হচ্ছে।