আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে দলের প্রায় ১০ হাজার নেতা-কর্মীকে কড়া বার্তা দিয়েছেন। দলীয় সংগঠনকে চাঙ্গা করতে তিনি একাধিক নির্দেশ দিয়েছেন এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন।
অভিষেক তার বক্তব্যে বিজেপিকে নিশানা করে বলেন, “বিজেপি নেতা দেখলেই ‘জয় বাংলা’ বলবেন।” সম্প্রতি হুগলির পুরশুড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেখলাম একজনকে জয় বাংলা বলতেই ক্ষেপে গেল।” এই স্লোগানকে তিনি দলের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য কর্মীদের উৎসাহিত করেন।
তিনি আরও বলেন, “এক ছটাক জমিও আমরা বিজেপিকে ছাড়ব না।” বিজেপি শাসিত রাজ্যগুলির পরিকাঠামোগত দুর্বলতা নিয়েও তিনি কটাক্ষ করেন এবং এনআরসি (National Register of Citizens) ও সদ্য বিতর্কিত এসআইআর (Statewide Inhabitant Register) ইস্যু নিয়ে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, “মানুষকে বোঝাতে হবে বিজেপি আপনার ভোট কাড়তে চায়। এসআইআর নিয়ে প্রচার করুন।”
গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, “দলের ঊর্ধ্বে কেউ না। দলে কোনো আমি-তুমি চলবে না।” তিনি কর্মীদের আগামী দুই মাসের মধ্যে ৮০ হাজার বুথে দুটি করে সভা করার নির্দেশ দিয়েছেন এবং বলেন, “যদি কেউ আমি-তুমির রাজনীতি করে, তার পরিণতি খুব খারাপ হবে।”
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রধান লক্ষ্য বিজেপিকে দুর্বল করা। তিনি বলেন, “আমরা ৭৭ থেকে ওদের ৪০-এ নামিয়ে আনতে পারব না কেন?” এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে তৃণমূল এখন থেকেই নির্বাচনের জন্য ঘর গোছাতে শুরু করেছে এবং কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দিয়েছে।