অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মর্মান্তিক মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একাদশীর পুণ্য উপলক্ষে মন্দিরে ভক্তদের অত্যধিক ভিড়ের কারণেই এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ‘এক্স’-এ (আগের টুইটার) তিনি লিখেছেন, “কাশিবুগ্গা ভেঙ্কটেশ্বর মন্দিরের পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই দুঃখজনক দুর্ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।” তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত ও সঠিক চিকিৎসার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি এবং আধিকারিকদের দুর্ঘটনাস্থলে গিয়ে ত্রাণকার্য তদারকি করার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশও এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, “একাদশীর এই পুণ্য দিনে এই গভীর শোক আমাদের গ্রাস করেছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করছে সরকার।” তিনি জেলা মন্ত্রী অ্যাচেন্নাইডু ও স্থানীয় বিধায়ক গৌতু শিরিশের সঙ্গে কথা বলে আক্রান্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
রাজ্যের কৃষি মন্ত্রী কে আটচেন্নাইডু অবিলম্বে দুর্ঘটনাস্থলে ছুটে যান এবং মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি আহতদের সেরা চিকিৎসা নিশ্চিত করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, একাদশীর দিনে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম হওয়ায় মন্দিরে প্রবল ভিড় তৈরি হয়। এই নিয়ন্ত্রণহীন ভিড়ের কারণেই পদপিষ্টের ঘটনা ঘটে। প্রাক্তন মন্ত্রী এবং ওয়াইএসআরসিপি ডক্টরস সেলের সভাপতি ডঃ সিদিরি আপ্পালারাজুও ঘটনাস্থলে পৌঁছে আহতদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেন। একজন জন প্রতিনিধি এবং চিকিৎসক হিসেবে তিনি অ্যাম্বুলেন্সের মধ্যেই আশঙ্কাজনক আহতদের সিপিআর (CPR) দিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন এবং নিশ্চিত করেন যে আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।