পানিহাটিতে ‘এনআরসি আতঙ্কে আত্মঘাতী’ প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, তা নিয়ে এবার তুমুল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিষেক বলেছিলেন, “বিজেপির লোকেরা এখানে এলে বাবা-ঠাকুরদার সার্টিফিকেট চাইবেন। না দিতে পারলে বেঁধে রাখবেন।”
অভিষেকের এই নিদান নিয়ে এবার তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তথাগত রায়ের বিস্ফোরক ‘এক্স’ বার্তা
তথাগত রায় তাঁর এক্স (X) হ্যান্ডেলে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। তিনি লেখেন:
💬 তথাগত রায়ের বার্তা: “বাংলার খোকাবাবুর তো ফোঁস ফোঁস করায় ক্ষান্তি নেই! […] এখন বলছে, গাছে বেঁধে রাখুন! কিন্তু একবালপুর, মেটেবুরুজ, তিলজলা, রাজাবাজারে কী করবে? সেখানে তো গাছ নেই! কিন্তু প্রশ্ন, পিসি খুশি তো? না! পিসি মহা দুশ্চিন্তায়?”
এর মাধ্যমে প্রাক্তন রাজ্যপাল একদিকে যেমন অভিষেকের মন্তব্যকে ছেলেমানুষি বলে কটাক্ষ করলেন, তেমনই অন্যদিকে সংখ্যালঘুদের অধ্যুষিত এলাকায় তৃণমূলের কৌশল নিয়ে প্রশ্ন তুললেন।
বিজেপির কড়া হুঁশিয়ারি: ‘বিচ্ছিন্ন রাষ্ট্র?’
অভিষেকের এই মন্তব্য নিয়ে প্রধান বিরোধী দল বিজেপিও পাল্টা সরব হয়েছে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কড়া ভাষায় তৃণমূল নেতাকে আক্রমণ করেন:
💬 শমীক ভট্টাচার্যের বক্তব্য: “কী করবেন? বিএলও-দের মারবেন? গাছে বেঁধে রাখবেন? এটা সরকার চলছে একটা? এটা কি অঘোষিত জরুরি অবস্থা? পশ্চিমবঙ্গ কি একটা বিচ্ছিন্ন রাষ্ট্র? নাকি দুটো মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ করে দেবেন?”
শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ওপর হামলা চালাতে প্ররোচনা দেওয়া হচ্ছে কি না। তাঁর মতে, এমন মন্তব্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক কাঠামো এবং আইনশৃঙ্খলার উপর প্রশ্ন তুলছে।
SIR আতঙ্ক নিয়ে তৃণমূল ও বিজেপির এই বাকযুদ্ধ রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।