ভারতীয় সেনাবাহিনীর আধুনিকীকরণে এক ঐতিহাসিক মোড়! এবার আর কেবল ব্যাটারি নয়, সরাসরি সূর্যের শক্তিতে আকাশপথে মাসজুড়ে নজরদারি চালাবে ভারতের নতুন ড্রোন। বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ ‘নিউস্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস’-এর তৈরি এই MAPSS (Medium Altitude Persistent Surveillance System) ড্রোন কেনার সবুজ সংকেত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
কেন এই ড্রোন ভারতের গেম চেঞ্জার?
সাধারণ ড্রোন যেখানে কয়েক ঘণ্টা ওড়ার পর চার্জ শেষ হয়ে নেমে আসে, সেখানে MAPSS ড্রোনের কোনো বিরাম নেই। এর বিশেষত্বগুলো দেখে নিন:
-
টানা কয়েক মাস উড্ডয়ন: দিনের বেলায় সৌরশক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নিয়ে এই ড্রোন দিনের পর দিন, এমনকি কয়েকমাস পর্যন্ত আকাশে ভাসতে পারে।
-
বিশাল উচ্চতা: ৫ থেকে ২০ কিলোমিটার উচ্চতায় উড়তে সক্ষম এই ড্রোন সিয়াচেন বা লাদাখের মতো দুর্গম সীমান্তে পাহারার জন্য সেরা।
-
অদৃশ্য ও নিঃশব্দ: প্রচলিত ড্রোনের তুলনায় এটি থেকে শব্দ অত্যন্ত কম হয়, ফলে শত্রুর রাডার বা নজর এড়িয়ে অনায়াসে রিয়েল-টাইম তথ্য পাঠাতে পারে।
‘প্রজেক্ট শক্তিবান’: সেনার নতুন ব্লু-প্রিন্ট
ভারতীয় সেনাবাহিনীর ‘প্রজেক্ট শক্তিবান’-এর অধীনে ১৫ থেকে ২০টি এমন ড্রোন নিয়ে একটি বিশেষ রেজিমেন্ট তৈরি করা হচ্ছে। এই রেজিমেন্টের মূল কাজ হবে— ১. ডিজিটাল যুদ্ধকৌশলে শত্রুকে টেক্কা দেওয়া। ২. সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান সম্পূর্ণ বন্ধ করা। ৩. যুদ্ধকালীন পরিস্থিতিতে নিখুঁত এবং প্রাণঘাতী হামলা চালানো।
সীমান্তের ওপার থেকে জঙ্গি অনুপ্রবেশ বা চিনের উস্কানি রুখতে এই ‘সৌর-সৈনিক’ যে ভারতের অন্যতম প্রধান অস্ত্র হতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রতিরক্ষা মন্ত্রকের ‘ইনোভেশন ফর ডিফেন্স এক্সসেলেন্স’ (iDEX) কর্মসূচির আওতায় এই দেশীয় প্রযুক্তির উদ্ভাবন আদতে ‘আত্মনির্ভর ভারত’-এরই এক বিশাল সাফল্য।