মঙ্গলবার ৩০ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। এই বিশেষ দিনে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তার সৎ মা এবং অভিনেত্রী কারিনা কাপুর খান। তাদের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবারও প্রকাশ্যে এলো এই শুভেচ্ছাবার্তার মাধ্যমে।
সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। যদিও সারা আলি খানের কাছে কারিনা একজন সৎ মা, তাদের সম্পর্ক সবসময়ই বন্ধুর মতো। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে সময় কাটাতে এবং একে অপরের প্রশংসা করতে দেখা গেছে।
সারার ছোটবেলা থেকেই কারিনাকে বেশ পছন্দ ছিল। তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি কারিনাকে এতটাই ভালোবাসতাম যে সে আমার বাবার স্ত্রী হয়ে গেল। আমরা বন্ধুরা এটা নিয়ে রসিকতাও করতাম।’
কারিনাও সারার সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি সারার মা নন, কারণ তার একজন মা রয়েছেন। তবে তারা দুজন অনেক ভালো বন্ধু। কারিনা বিভিন্ন সময় সারাকে তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম জীবন নিয়ে নানা ধরনের পরামর্শও দিয়েছেন।
সারার ৩০তম জন্মদিনে কারিনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালোবাসা।’ এই বার্তাটি তাদের সম্পর্কের উষ্ণতাকেই তুলে ধরেছে।
সারা আলি খান তার বাবার দ্বিতীয় বিয়ের সময় পুরোটা সময় তার পাশে ছিলেন এবং এখন পর্যন্ত কারিনার সঙ্গে তার সম্পর্ক খুবই ইতিবাচক। তাদের এই সুন্দর সম্পর্ক বলিউডের মধ্যে একটি উদাহরণ হয়ে উঠেছে।