ফের রাজনৈতিক তরজায় উত্তপ্ত উত্তরবঙ্গ। বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের জেলে বন্দি হতে হয়েছিল দক্ষিণ দিনাজপুরের দুই পরিযায়ী শ্রমিককে। বুধবার সেই দুই শ্রমিক— অসিত সরকার ও গৌতম বর্মণকে পাশে দাঁড় করিয়ে বালুরঘাটের সাংসদ তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে বেনজির আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মূল ঘটনা: কেন জেল খাটতে হল দুই শ্রমিককে?
অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের তপন ও গঙ্গারামপুরের এই দুই বাসিন্দা মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন। সেখানে শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের ‘বাংলাদেশি’ অপবাদ দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। দীর্ঘ ৭ মাস বিনা বিচারে জেল খাটতে হয়েছে তাঁদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, সাংসদ হিসেবে সুকান্ত মজুমদার তাঁদের উদ্ধারে কোনও পদক্ষেপই করেননি।
অভিষেকের আক্রমণের মূল পয়েন্টগুলো একনজরে:
-
স্টপেজ মিনিস্টার কটাক্ষ: অভিষেক এদিন সরাসরি প্রশ্ন তোলেন, “আপনি কি স্টপেজ মিনিস্টার? মানুষ কি আপনাকে শুধু ট্রেনের স্টপেজ বাড়ানোর জন্য জিতিয়েছে? আপনার রিপোর্ট কার্ড কোথায়?”
-
অহঙ্কার ও প্রাক্তন তত্ত্ব: অভিষেক দাবি করেন, সুকান্তবাবু শুধু বিজেপির বুথ সভাপতিদের নিয়ে চিন্তিত, সাধারণ মানুষের জন্য নয়। তাঁর কথায়, “এই অহঙ্কারের কারণেই উনি খুব দ্রুত ‘প্রাক্তন’ সাংসদ হতে চলেছেন।”
-
ফ্যাশন শো নিয়ে বিঁধলেন: রাজনীতির লড়াইয়ে ব্যক্তিগত আক্রমণও বাদ যায়নি। সুকান্তর একটি পুরনো ছবি তুলে ধরে অভিষেক বলেন, “সুকান্ত মজুমদার তো র্যাম্পে ফ্যাশন শো করেন। মানুষ কি আপনাকে ওই জন্য নির্বাচিত করেছে?”
-
বৈষম্যের রাজনীতি: কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অভিষেক বলেন, “গুজরাট আর উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য আলাদা। ১১ বছর ধরে সরকার চালাচ্ছেন, বাংলার জন্য ক’পয়সা এনেছেন?”
“বাংলার চোখে নম্বর বাড়াই আমরা”
সুকান্ত মজুমদারকে আক্রমণ করে অভিষেক আরও বলেন, “আপনি দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে তৃণমূলকে গালাগালি দেন। আমরা মানুষের কাজ করে বাংলার মানুষের কাছে নম্বর বাড়াই। এটাই আমাদের আর আপনাদের মধ্যে পার্থক্য।”
মাঠে দাঁড়িয়ে দুই শ্রমিকের কষ্টের কথা তুলে ধরে অভিষেক প্রশ্ন তোলেন, এই দুই শ্রমিককে সাত মাস যে নরকযন্ত্রণা ভোগ করতে হয়েছে, তার দায় কি স্থানীয় সাংসদ এড়াতে পারেন?