আসন্ন উৎসবের মরসুমে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে রান্নার গ্যাসের দাম স্থিতিশীল রাখার জন্য এক বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে প্রায় ৩০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বাড়লেও দেশে তার প্রভাব পড়বে না।
সরকারি সূত্রের খবর, বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক তেলের বাজারে যে ডামাডোল চলছে, তার প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, সে জন্যই এই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভর্তুকি সরাসরি রান্নার গ্যাস উৎপাদনকারী এবং সরবরাহকারী অয়েল মার্কেটিং কোম্পানিগুলোকে দেওয়া হবে। এর ফলে তারা নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করতে পারবে এবং গ্রাহকদের উপর দাম বাড়ার চাপ পড়বে না।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের অক্টোবরে কেন্দ্রীয় সরকার ২২ হাজার কোটি টাকার ভর্তুকি বরাদ্দ করেছিল। এবার এই ভর্তুকির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৪-২৫ সালে নির্ধারিত মূল্যে রান্নার গ্যাস বিক্রি করে অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর প্রায় ৪১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতি সামাল দিতেই এবার এই ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই পদক্ষেপটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সামনেই দুর্গাপূজা, কালীপূজা এবং দীপাবলির মতো বড় উৎসব রয়েছে। এই সময়ে গ্যাসের দাম বেড়ে গেলে সাধারণ মানুষের বাজেট এবং জীবনযাত্রায় তার নেতিবাচক প্রভাব পড়ত। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে তাই সাধারণ মানুষ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা স্বাগত জানিয়েছেন। এটি একদিকে যেমন গ্রাহকদের স্বস্তি দেবে, তেমনি অন্যদিকে বাজারকে স্থিতিশীল রাখতেও সাহায্য করবে।