উৎসবের আবহেও অপরাধ! দক্ষিণ ২৪ পরগনায় অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উৎসবের আনন্দ শেষ হতে না হতেই মর্মান্তিক খুনের ঘটনায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বিজয়া দশমীর পরের দিন, একাদশীর সকালে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ৬০ কলোনি এলাকায় একটি কাঠের সাঁকোর পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে।

ঘটনাস্থলে রক্ত আর মদের চিহ্ন
শুক্রবার সকালে মুখ থুবড়ে পড়ে থাকা দেহটি প্রথম দেখতে পান স্থানীয়রা। পরনে ছিল প্যান্ট ও শার্ট। কাছে যেতেই দেখা যায় চারিদিকে রক্ত ছড়ানো। এখানেই শেষ নয়, দেহের পাশে পড়ে ছিল একটি মদের বোতল ও কাঁচের গ্লাস, যা দেখে পুলিশ ও স্থানীয়দের অনুমান—রাতের বেলা সেখানেই মদের আসর বসেছিল।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

মদের আসরেই কি খুন? তদন্তে পুলিশ
ঘটনাস্থল এবং আলামত দেখে পুলিশের প্রাথমিক অনুমান, দশমীর রাতে ওই নির্জন স্থানে মদের আসর বসেছিল। সেই আসরে একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

খুনের কারণ: মদের আসরে কোনও ঝামেলা বা বাকবিতণ্ডার জেরে মৃত ব্যক্তি খুন হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

তদন্তের গতি: পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করে দিয়েছে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ: পুলিশের নজরদারিতে অভাব
নারায়ণ গোলদার নামের এক এলাকাবাসী জানান, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তিনি আরও অভিযোগ করেন, এই রাস্তাটি নির্জন হওয়ায় প্রায়ই এখানে অচেনা যুবকদের মদের আসর বসে। অনেক রাত পর্যন্ত মদ্যপান চলে। স্থানীয়রা এই বিষয়ে পুলিশের নজরদারিতে অভাবের অভিযোগ তুলেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy