উরফির ফুলে যাওয়া ঠোঁট নিয়ে উদ্বেগে ভক্তরা, কি হয়েছে?- জানালেন বলিউড অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যতিক্রমী পোশাকের জন্য প্রায়শই শিরোনামে থাকেন উরফি জাভেদ। তাঁর পোশাক নির্বাচন এবং ফ্যাশন সেন্স নিয়ে নেটপাড়ায় সবসময়ই চলে আলোচনা। সম্প্রতি, উরফির ঠোঁটের অস্বাভাবিক ফোলা দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর অনুরাগীরা। তিনি যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেখানে তাঁর ঠোঁট বেশ ফোলা দেখা গেছে, যা দেখে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

উরফির এই পোস্ট করা ভিডিও দেখে অনেকেরই মনে হতে পারে যে, তিনি হয়তো নতুন করে ঠোঁটে ফিলার্স করাচ্ছেন। কিন্তু আসলে বিষয়টি তা নয়। উরফি নিজেই এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ভিডিও পোস্ট করে উরফি লিখেছেন, “আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শেই এগোব।” এরই সঙ্গে উরফি অন্যদের পরামর্শ দিয়ে বলেছেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ যে ফিলার্সের জন্য আপনি ভালো চিকিৎসক বেছে নেবেন। কোনো ফ্যান্সি ক্লিনিকে না যাওয়াই ভালো।”

[এখানে উরফির ইনস্টাগ্রাম পোস্টের লিঙ্কটি যুক্ত করা যেতে পারে, যদি মূল নিবন্ধে থাকে।]

ডাক্তারের ক্লিনিক থেকে বেরোনোর পর উরফির মুখে মাস্ক পরা ছিল। পাপারাৎজিদের ক্যামেরায় তিনি বন্দি হন, কিন্তু তাঁর ঠোঁট ফোলা থাকার কারণে তিনি ভালো করে কথা বলতে পারছিলেন না। অতীতেও উরফি যখন প্রথমবার লিপ ফিলার্স করিয়েছিলেন, তখন সেই সার্জারি বেশ যন্ত্রণাদায়ক ছিল। সেই সময় তিনি জানিয়েছিলেন যে, তাঁর চিকিৎসকের ভুলের কারণে উরফির পুরো মুখ ফুলে গিয়েছিল। সে সময়েও উরফি ভিডিও শেয়ার করে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে জানিয়েছিলেন।

গত শনিবার ফিলার্স সরিয়ে ফেলার আগেও উরফি একটি ছবি ভাগ করে নিয়ে লিখেছিলেন, “ফিলার্স সরিয়ে ফেলছি। বিশ্বাস করতে পারছি না। মাত্র ১৮ বছর বয়স থেকে আমি ফিলার্স ব্যবহার করছি। নিজেকে ফিলার্স ছাড়া দেখিনি কত দিন। এক সপ্তাহের মধ্যে আবার লিপ ফিলার্স করিয়ে নেব। তবে এ বার আরও সূক্ষ্ম কৌশল ব্যবহার করব।”

অন্যান্য সময়ে উরফি শিরোনামে থাকেন তাঁর উদ্ভট পোশাকের জন্য। কবে কোন সবজি অথবা অন্য কিছু দিয়ে পোশাক তৈরি করে তিনি পরবেন, ভক্ত-অনুরাগীরা সেই অপেক্ষায় থাকেন। উরফিকে নিয়ে নেটপাড়ায় কৌতূহলের শেষ নেই। কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগ মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। তবে এবার তিনি ব্যক্তিগত স্বাস্থ্যের একটি দিক তুলে ধরে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy