কোচবিহারের খাগড়াবাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপির দাবি, হামলাকালে কনভয়ের একটি গাড়িতে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকও ছিলেন। এই ঘটনায় তিনি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ তুলেছেন। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির উপরই দায় চাপিয়েছে।
নিশীথ প্রামাণিকের অভিযোগ
এবিপি আনন্দ-এর কাছে মুখ খুলে নিশীথ প্রামাণিক বলেন, “আজকে উদয়নবাবুর (গুহ) পরিকল্পনা ছিল প্রাণনাশের চেষ্টা করা। এমনভাবে হামলা করা হয়েছে যে আমাদের দেহরক্ষীরা বাধ্য হতে পারতো প্রতিরোধ করতে। কিন্তু আমরা তাঁদের বারবার বলে দিয়েছিলাম, তাঁরা যা-ই করুক, গাড়ি ভাঙুক, আপনারা গাড়ি থেকে নামবেন না।”
তিনি আরও বলেন, “যখন আমরা কোচবিহারে প্রবেশ করি, তখন খুব ভালো করেই জানতাম উদয়নবাবুর এই ধরনের পরিকল্পনা আছে। তিনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসেছিলেন, সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির ওপর এমনভাবে আঘাত করা হয় যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। এই তীব্রতা প্রমাণ করে যে এটি কেবল প্রতিবাদের ভাষা ছিল না, বরং প্রাণনাশের চেষ্টা ছিল।”
উদয়ন গুহর পাল্টা বার্তা
অন্যদিকে, তৃণমূল নেতা ও মন্ত্রী উদয়ন গুহ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “যারা বাংলাকে অপমান করবে, বাংলাভাষীদের আক্রমণ করবে, সবচাইতে বড় কথা, যারা বাংলাভাষাকে আক্রমণ করবে, তাঁদের কোনো নিস্তার নেই। তাঁদেরকে কালো পতাকা দেখানো হবে এবং তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ হবে। তাঁরা যেখানেই যাবে, সেখানেই আমাদের প্রতিবাদ হবে।” তিনি আরও বলেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মানুষ অত্যাচারিত হচ্ছে, তাই কোচবিহারের মাটিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো স্বাভাবিক।
এই ঘটনায় কোচবিহারের পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে।