উত্তরবঙ্গ সফর বাতিল? হতাশ হবেন না! তারাপীঠ-শান্তিনিকেতনে হোটেল ভাড়ায় বিশাল ছাড়ের ঘোষণা

আবহাওয়া দফতরের আগাম সতর্কতা সত্যি করে সম্প্রতি উত্তরবঙ্গে শুরু হওয়া প্রবল বর্ষণ, ধস ও বন্যায় কার্যত স্তব্ধ পর্যটন শিল্প। পাহাড় থেকে সমতল পর্যন্ত বহু সেতু, কালভার্ট ও বাড়িঘর ভেঙে গিয়েছে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবুও অনেক পর্যটকই নিরাপত্তার কারণে উত্তরবঙ্গ সফর বাতিল করতে বাধ্য হচ্ছেন। এর ফলে ঘোরার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছেন অনেকেই।

তবে, এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য আশার খবর নিয়ে এসেছে বীরভূমের দুই জনপ্রিয় পর্যটন কেন্দ্র – তারাপীঠ ও বোলপুর শান্তিনিকেতন।

তারাপীঠে হোটেল ভাড়ায় ৩৫% ছাড়:
যেহেতু বহু পর্যটক উত্তরবঙ্গ সফর বাতিল করছেন, সেই কথা মাথায় রেখে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, চলতি দুই মাস তারাপীঠ ভ্রমণে এলে হোটেল ভাড়ার ক্ষেত্রে দেওয়া হবে বিরাট ছাড়।

তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, সাধারণত দুর্গাপুজোর পর থেকে শীতের মরশুম পর্যন্ত হোটেল ভাড়ায় ছাড় দেওয়া হয়। কিন্তু এবার উত্তরবঙ্গের জটিল পরিস্থিতির কথা চিন্তা করে, পর্যটকদের আকর্ষণ করতে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তিনিকেতনেও বিশেষ ছাড়:
অন্যদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বোলপুর শান্তিনিকেতনেও বাড়ছে পর্যটকদের ভিড়। বেসরকারি হোটেল মালিক কৌশিক বিশ্বাস জানান, ইতিমধ্যেই অনেকে উত্তরবঙ্গ সফর বাতিল করে বোলপুর আসতে শুরু করেছেন। সামনে কালীপুজো থাকায় হোটেল বুকিংও ভালো হচ্ছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সুবিধা দিতে শান্তিনিকেতনের হোটেল ভাড়ার ক্ষেত্রেও প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে একটি সুসংবাদ। উত্তরবঙ্গের ভ্রমণ বাতিল হলেও, এই বিশেষ ছাড়ের সুযোগ নিয়ে এই মরশুমে বাংলার এই ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরে আসার সুযোগ পাচ্ছেন ভ্রমণপ্রেমীরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy