উত্তরকাশীর বিপর্যয়ে ভেসে গেল আস্ত গ্রাম, ধ্বংসস্তূপের নিচে প্রাচীন কল্প কেদার মন্দির!

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় মেঘ ভাঙা বৃষ্টি এবং হড়পা বানের ফলে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে এসেছে। ক্ষীরগঙ্গা নদীর বিধ্বংসী জলের তোড়ে ভেসে গেছে ধারালি গ্রামের বহু ঘরবাড়ি। যেন তাসের ঘরের মতো মুহূর্তে মিশে গেছে ধুলোর সাথে। এই বিপর্যয়ের ফলে এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও, নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এই পরিস্থিতিতে কেদারনাথ যাত্রা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষীরগঙ্গা নদীর প্রচণ্ড স্রোতে একটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বহু প্রাচীন কল্প কেদার মন্দিরের চূড়াও। এই মন্দিরটি কেদারনাথ ধামের মতোই স্থাপত্যশৈলীর জন্য পরিচিত ছিল। কথিত আছে, বহু বছর আগে কোনো এক প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটির বেশিরভাগ অংশ মাটির নিচে ঢুকে গিয়েছিল এবং শুধুমাত্র এর চূড়াটি দৃশ্যমান ছিল।

নিউজ ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৪৫ সালে খননের সময় মাটির নিচে এই প্রাচীন শিবমন্দিরটি আবিষ্কৃত হয়েছিল। এর গর্ভগৃহে অবস্থিত শিবলিঙ্গটি নন্দীর পিঠের মতো দেখতে। এই মন্দিরটি নিয়ে বহু লোককথা এবং বিশ্বাস প্রচলিত আছে। বর্তমানে এই ঐতিহাসিক মন্দিরটিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে খবর।

অন্যদিকে, এই দুর্যোগে উত্তরকাশীর পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ধরালি গ্রামে হড়পা বানে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে ৪ থেকে ৫ জন সেনা জওয়ানও রয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং উদ্ধারকাজ পুরোদমে চলছে। বিপর্যয়ের কারণে কেদারনাথ যাত্রা বন্ধ করার পাশাপাশি মানালি-চণ্ডীগড়ের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy