ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রামে রেশন সামগ্রী পাচারের অভিযোগ, ক্ষোভে রাজ্য সড়ক অবরোধ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রাম, যা সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান হিসেবে পরিচিত, সেখানে রেশন সামগ্রী পাচারের অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বীরসিংহ গ্রামের সিংহডাঙা সমবায় সমিতি থেকে গ্রাহকরা নিয়মিতভাবে এবং পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী পাচ্ছেন না। গ্রামবাসীদের অভিযোগ, গ্রাহকদের প্রাপ্য চাল ও গম বাইরে পাচার করে দেওয়া হচ্ছে। এই পাচারের বিষয়টি নজরে আসতেই গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন।

বিক্ষোভকারীরা জানান, তারা পাচারের সময় কিছু রেশন সামগ্রী, যার মধ্যে চাল এবং গম ছিল, আটক করতে সক্ষম হয়েছেন। এরপর সেই সামগ্রীগুলো নিয়ে তারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের ফলে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং বিক্ষুব্ধ গ্রামবাসীদের কাছ থেকে ছয় বস্তা চাল ও গম বাজেয়াপ্ত করে।

এদিকে, রেশন দোকান কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে এক আজব সাফাই দিয়েছে। সমবায় কর্তৃপক্ষের দাবি, যে চাল ও গম বাজেয়াপ্ত করা হয়েছে তা নষ্ট হয়ে গিয়েছিল। তাই তারা সেগুলো একজন হকারের কাছে বিক্রি করে দিচ্ছিলেন এবং এর বদলে ভালো মানের সামগ্রী ফেরত পাওয়ার কথা ছিল। তবে তাদের এই অদ্ভুত যুক্তি গ্রাহকরা মানতে রাজি হননি।

এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে এই দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy