ইস্টবেঙ্গল ফাইনাল নিশ্চিত হতেই বিতর্কের ঝড়! মাঠে নামার আগেই লাল কার্ড দেখলেন এফসি গোয়ার ক্যাপ্টেন

সুপার কাপের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগেই নাটকীয় কাণ্ডে জড়ালেন এফসি গোয়ার ক্যাপ্টেন কার্লোস গুয়ারোচেনা। দুই দল টানেল দিয়ে মাঠে প্রবেশ করার সময় রেফারির সঙ্গে তর্ক করতে শুরু করেন গোয়ার এই ডিফেন্ডার। পরিস্থিতি এমন হয় যে মাঠে নামতে দেরি হতে থাকে।

বিপদ বুঝে কোচ মানেলো মার্কেজ তাৎক্ষণিক দলবদল ঘটান। গুয়ারোচেনাকে সরিয়ে তাঁর জায়গায় হাভিয়ের সিভেরিওকে নামানো হয়। তবে এই পরিবর্তনেও সমস্যা মেটেনি। রেফারি শেষমেশ গুয়ারোচেনাকে লাল কার্ড দেখান। যদিও ঠিক কী কারণে তিনি মাথা গরম করে বিপক্ষের ফুটবলারদের দিকে শর্টস দেখিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তবে এই কাণ্ডের জেরে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারেননি এফসি গোয়ার ক্যাপ্টেন।

রশিদ-সিবিয়ে-সল ক্রেসপোর ঝড়ে ফাইনালে ইস্টবেঙ্গল

অন্যদিকে, ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসি-কে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপের ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে লাল-হলুদ ব্রিগেড। ম্যাচের ১২ মিনিটেই গোল তুলে নেন অস্কার ব্রুজোর দল। রাশিদের গোলে প্রথম লিড পায় ইস্টবেঙ্গল। এরপর জোড়া গোল করেন কেভিন সিবিয়ে এবং ব্যবধান বাড়ান ক্যাপ্টেন সল ক্রেসপো। পঞ্জাব এফসি ব্যবধান কমানোর কোনো সুযোগই পায়নি।

কর্নার থেকে দূরপাল্লার শটে গোল করেন রাশিদ। যদিও সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিপিনের ভুলে পেনাল্টি পায় পঞ্জাব। হেড করতে উঠে নাগালে না পেয়ে হাতে বল লাগিয়ে ফেলেন বিপিন। রামিরেজের গোলে সমতা ফেরায় পঞ্জাব।

জয়ের দিনই বিতর্ক, লাল কার্ড দেখলেন কোচ অস্কার ব্রুজো

ম্যাচের ফল ইস্টবেঙ্গলের অনুকূলে এলেও বিতর্ক সৃষ্টি হয় কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল সিবিয়ের গোলে এগিয়ে যেতেই কোচ অস্কার ব্রুজো চতুর্থ রেফারির উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করেন। এর জেরেই তাঁকে লাল কার্ড দেখতে হয়। আগেই হলুদ কার্ড দেখে সতর্ক করা হয়েছিল তাঁকে। ফলে এই লাল কার্ডের কারণে ফাইনালেও সম্ভবত তিনি ডাগ আউটে থাকতে পারবেন না। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আরও গোলের সন্ধান শুরু করে এবং শেষ ১০ মিনিটের মধ্যেই গোলকিপার গিলকে পরীক্ষা করতে শুরু করে। তবে ততক্ষণে পঞ্জাবের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy