লাল-হলুদ সংসারে শুরু হয়েছে বড়সড় রদবদল। মরসুমের মাঝপথে দাঁড়িয়ে যখন আইএসএল-এর দামামা বাজছে, ঠিক তখনই আক্রমণভাগে আমূল পরিবর্তনের পথে হাঁটল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। হামিদ আহাদাদের ক্লাব ছাড়ার পর এবার সেই তালিকায় নাম জুড়ল জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির। দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের মতো গোলমেশিনকে ছেড়ে কেন হিরোশিকে নেওয়া হয়েছিল, সেই প্রশ্ন এখন তাড়া করে বেড়াচ্ছে সমর্থকদের। কারণ, লাল-হলুদ জার্সিতে হিরোশির গোলের ঝুলি এখনও শূন্য।
বৃহস্পতিবার প্র্যাকটিসের পর ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার হিরোশির বিদায় ও নতুন বিদেশি স্ট্রাইকার আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, “বিকল্প বিদেশি স্ট্রাইকারের কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। কোচ অস্কার ব্রুজোও আজ এই নিয়ে আলোচনা করেছেন। লগ্নিকারী সংস্থার সঙ্গে কথা বলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” ফুটবল মহলের খবর, হিরোশির সঙ্গে ইতিমধ্য়েই চুক্তিভঙ্গের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে ম্যানেজমেন্ট। তিনি রাজি হলেই সরকারিভাবে বিচ্ছেদ ঘটবে।
অস্কারের তুরুপের তাস ও আইএসএল প্রস্তুতি: চলতি মরসুমে ডুরান্ড কাপ এবং সুপার কাপের ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকেছে ইস্টবেঙ্গলের। সেই আক্ষেপ মিটিয়ে আইএসএলে ফুল ফোটাতে মরিয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগুয়েরা। দীর্ঘ বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে মিগেল আসায় দলের মাঝমাঠের শক্তি অনেকটাই বাড়ল। তবে চোটের কারণে আনোয়ার আলি ও নন্দকুমার এদিনও মূল অনুশীলনের বাইরে ছিলেন।
আক্রমণভাগে নয়া রক্ত: ইস্টবেঙ্গলের খেলা এই মরসুমে বেশ নজরকাড়া হলেও ফিনিশিংয়ের অভাবে বারবার ডুবতে হয়েছে দলকে। বিশেষ করে হিরোশি ইবুসুকি একটি ম্যাচেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। কোচ অস্কার চাইছেন এমন একজন ‘কিলার’ স্ট্রাইকার, যিনি বক্সের ভেতর সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করতে পারবেন। আইএসএল শুরুর ঠিক আগে এই হাই-প্রোফাইল স্ট্রাইকার শিকারের খবর লাল-হলুদ সমর্থকদের মনে নতুন আশার আলো দেখাচ্ছে। বড় ম্যাচের আগে দল যেভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে, তাতে ট্রফির খরা কাটাতে মুখিয়ে রয়েছে গোটা ক্লাব।