ইসিএল দুর্নীতি নিয়ে পিছু হটলেন কীর্তি আজাদ, তৃণমূলের অন্দরে শোরগোল

লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষের মতো হেভিওয়েট বিজেপি নেতাকে পরাজিত করে বিপুল জয় পেয়েছিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সেই তিনিই এবার দলের একাংশের বিরুদ্ধে ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড)-এ দুর্নীতির অভিযোগ তুলে ইডি-সিবিআই তদন্ত চাওয়ার পর পিছু হঠলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে এবং তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি ফের প্রকাশ্যে এসেছে।

ঘটনার সূত্রপাত হয় যখন আসানসোল-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ ইসিএল-এর তৃণমূল কংগ্রেস সংগঠনের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কেন্দ্রীয় কয়লামন্ত্রী জি কিষাণ রেড্ডিকে চিঠি লেখেন। এই চিঠি প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়। তবে এরপরই বিতর্ক তৈরি হয় যখন কীর্তি আজাদ কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে আরেকটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, “আমার লেখা পূর্বতন চিঠিটি গ্রহণ করবেন না। ওই চিঠিটি আমি তুলে নিচ্ছি।”

চিঠিতে কীর্তি আজাদ যাই বলুন না কেন, রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দলেরই একাংশের হস্তক্ষেপে কীর্তি আজাদ তার ‘আজাদি’ বা স্বাধীনতা হারিয়েছেন। এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং গোষ্ঠীদ্বন্দ্বের পুরনো প্রশ্নগুলো আবারও উসকে দিয়েছে। তৃণমূলের অন্দরে এক নেতা অন্য নেতা-নেত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলা নতুন কোনো বিষয় নয়। যখন বিষয়টি গুরুতর আকার ধারণ করে, তখন রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং প্রকাশ্যে জানান যে, তৃণমূল কংগ্রেস একটি বিশাল পরিবার, সেখানে ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। কীর্তি আজাদের এই পদক্ষেপের ক্ষেত্রেও দলের শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করেছেন বলেই মনে করা হচ্ছে, যাতে দলের শৃঙ্খলা বজায় থাকে।

তবে, তৃণমূল সাংসদ যেভাবে সরাসরি দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় কয়লামন্ত্রীকে চিঠি লিখেছিলেন, তা যে ইসিএল-এর দুর্নীতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এই বিষয়ে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “এই চিঠি তুলে নেওয়ার কারণ হিসাবে তিনি নিজেই চিঠিতে জানিয়েছেন যে, আগের চিঠিতে কিছু তথ্যগত ভুল ছিল, তাই চিঠি প্রত্যাহার করা হয়েছে। আর এই মন্ত্রকে চিঠি দিয়ে এমনিতেও কোনো লাভ নেই।” এই ঘটনা একদিকে যেমন তৃণমূলের অন্দরের পরিস্থিতিকে প্রকাশ করেছে, তেমনই ইসিএল-এর দুর্নীতি নিয়েও জনমনে প্রশ্ন তৈরি করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy