ইয়েস ব্যাঙ্ক লোন ফ্রড মামলা, অনিল আম্বানিকে জেরার পর এবার গ্রেপ্তার অশোককুমার পাল

শিল্পপতি অনিল আম্বানির (Anil Ambani) ঘনিষ্ঠ সহযোগী অশোককুমার পালকে (Ashokkumar Pal) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেপ্তার করেছে। আর্থিক তছরুপের অভিযোগে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অশোককুমার পাল রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) একজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফিনানশিয়াল অফিসার (CFO) পদে আছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে এবং শনিবার তাঁকে আদালতে তোলা হবে।

অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের (ADAG) বিরুদ্ধে দেশের একাধিক ব্যাঙ্ক আর্থিক অনিয়মের অভিযোগ আনার পরই প্রথমে সিবিআই এবং পরে আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে ইডি তদন্ত শুরু করে। সেই তদন্তের সময় অনিল আম্বানির সম্পর্কিত একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। রিলায়েন্স পাওয়ারের অফিসেও হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। এর আগে অনিল আম্বানিকেও একাধিকবার ইডি-র জেরার মুখোমুখি হতে হয়েছে। এ বার সেই মামলাতেই গ্রেপ্তার হলেন অনিলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত অশোককুমার পাল।

ইডি জানিয়েছে, অনিল আম্বানির অধীনস্ত রিলায়েন্স গ্রুপের বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকার লোন সংক্রান্ত ফ্রডের অভিযোগ রয়েছে। এই গ্রুপ ইয়েস ব্যাঙ্কের (Yes Bank) থেকে নেওয়া লোন ঘুরপথে অন্য খাতে ব্যবহার করেছিল বলেও অভিযোগ রয়েছে।

এই ঘটনার তদন্তে নেমে গত কয়েক মাসে মুম্বইয়ের ৩৫টি লোকেশনে হানা দেয় ইডি।

এই গ্রুপের একাধিক কোম্পানির অফিসেও তল্লাশি চালানো হয়।

এই ঘটনার তদন্তে সম্প্রতি জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল রিলায়েন্স পাওয়ারের এই উচ্চপদস্থ কর্তাকে। সেখানকার ইডি অফিসে জিজ্ঞাসাবাদের পরেই অশোককুমার পালকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এই মামলায় বিশ্বাল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিশ্বালকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে রিলায়েন্স পাওয়ারের লোনের জন্য ফেব্রিক গ্যারান্টি (ফেক গ্যারান্টি) জমা দেওয়ার অভিযোগ ছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy