‘ইয়ার্কি মেরে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়?’-গুরুতর অভিযোগ দিতিপ্রিয়ার, পাল্টা জবাব জিতুর

দীর্ঘদিনের গুঞ্জনকে সত্যি প্রমাণ করে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় তার সহ-অভিনেতা জিতু কামালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। সম্প্রতি দিতিপ্রিয়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া রায় জানান, তাদের দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিয়ে সমস্যার সূত্রপাত। তিনি বলেন, “প্রোডাকশন টিম আমাদের দু’জনকেই ছবি দিয়ে থাকে পোস্ট করার জন্য। জিতু তেমনই একটি ছবি পোস্ট করেছিলেন, যা আমার ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না।”

দিতিপ্রিয়া আরও বলেন, “আমরা সকলেই ভাবি মেয়েদের কাজই হলো মুখ বুজে সব সহ্য করা। তাই এরকমটা তো করাই যায়। ইয়ার্কিটা কোথায় থামাতে হয় এটা যদি কেউ বুঝতে না পারেন, তাহলে খুব মুশকিল একসঙ্গে কাজ করা।”

অভিনেত্রী আরও অভিযোগ করেন যে, জিতু কামাল সেটে তার সঙ্গে কথা বলেন না। এ প্রসঙ্গে দিতিপ্রিয়া বলেন, “আমার থেকে এত সিনিয়র একজনের থেকে আমি তো একটু কমফোর্ট জোন আশা করবই। সেখানে একজন সহ-অভিনেতা আমার সঙ্গে সেটে কথা বলেন না। জিজ্ঞেস করলে উত্তর দেন আমার মাকে ভয় পান তাই।”

সবচেয়ে গুরুতর অভিযোগটি দিতিপ্রিয়া এনেছেন জিতুর একটি মন্তব্যকে ঘিরে। তিনি বলেন, “ইয়ার্কি মেরে ১৫ থেকে ১৬ বছরের ছোট কাউকে কি কখনও এ ভাবে প্রেগন্যান্ট কি না জিজ্ঞেস করা যায়? এই সত্যিগুলো বললে যদি কারও মনে হয় আমি ইয়ার্কি নিতে পারি না, তাহলে সত্যিই পারি না।”

দিতিপ্রিয়ার এই অভিযোগের বিষয়ে জিতু কামাল বলেন, “ও একদমই বাচ্চা মেয়ে, অপরিণত। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে আমার বলার নেই। এটা আমার মায়ের শিক্ষা, কাউকে কখনও অমর্যাদা করব না।”

এই ঘটনা নিয়ে টালিগঞ্জের রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দিতিপ্রিয়ার পাশে দাঁড়িয়েছেন, আবার কেউ কেউ জিতু কামালের পক্ষেও কথা বলেছেন। তবে এই বিতর্কের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy