একসময়ের জনপ্রিয় জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দীর্ঘদিন পর ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চে একসঙ্গে ধরা দিলেন। এই অনুষ্ঠানটি তাঁদের ভক্তদের কাছে এক আবেগময় মুহূর্তে পরিণত হয়েছিল। পাশাপাশি বসা, একসঙ্গে নাচ এবং খুনসুটিতে তাঁরা পুরনো দিনের রসায়ন ফিরিয়ে আনলেন।
একসময় একে-অপরকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে রেখেছিলেন এই দুই তারকা। ট্রেলার লঞ্চে তাঁদের প্রশ্ন করা হয়, কবে তাঁরা আবার একে-অপরকে ফলো করবেন। প্রশ্নের জবাবে দেব বলেন, “ব্লক থেকে আনব্লক করেছি।” সঙ্গে সঙ্গেই শুভশ্রী প্রশ্ন করেন, “ব্লকটা কে করেছিল? আমি তো ব্লক করিনি।” এর মধ্য দিয়ে স্পষ্ট হয় যে দেবই শুভশ্রীকে ব্লক করেছিলেন এবং সম্প্রতি তা তুলে নিয়েছেন।
এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। শুভশ্রী মঞ্চেই নিজের ফোন নিয়ে আসেন এবং নেটওয়ার্ক সমস্যার মধ্যেও দেবকে ইনস্টাগ্রামে ফলো করেন। এরপর দেবও শুভশ্রীকে ফলো করেন। এই ঘটনা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করে। শুধু তাই নয়, শুভশ্রী দেবের সঙ্গে একটি মিষ্টি সেলফিও তোলেন, যা তিনি রাতে নিজের সোশ্যাল মিডিয়াতে ‘এমনি’ ক্যাপশন দিয়ে পোস্ট করেন। এর জবাবে দেব ‘হুম’ লেখেন।
দেব এবং শুভশ্রীর এই হঠাৎ কাছাকাছি আসা এবং বন্ধুত্বের এই নতুন অধ্যায় সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, এটি কেবল একটি ছবির প্রচার নয়, বরং তাঁদের ব্যক্তিগত জীবনেও এক নতুন সম্পর্কের ইঙ্গিত। তাঁদের এই নতুন সেলফি এবং মজার কথাবার্তা আজ দিনভর অনুরাগীদের আলোচনার বিষয় হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে।