বিগত তিনদিন ধরে ইন্ডিগো (IndiGo)-র বিমান বিভ্রাট অব্যাহত থাকার এবার সরাসরি প্রভাব পড়ল যাত্রীদের পকেটের ওপর। শেষ মুহূর্তে অন্য সংস্থার টিকিট কাটতে বাধ্য হওয়ায় টিকিটের দাম বেড়ে আকাশছোঁয়া হয়েছে, যা অনেক রুটে স্বাভাবিক ভাড়ার থেকে ৩০০ শতাংশের বেশি।
গোটা দেশে আজ ইন্ডিগো ৫০০-র বেশি উড়ান বাতিল করেছে, যার মধ্যে দিল্লি থেকেই বাতিল হয়েছে ২০০-র বেশি বিমান। বিশেষজ্ঞদের মতে, এই বিপুল সংখ্যক বিমান বাতিল হওয়ার ফলেই বিমানের টিকিটের দাম এমন অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।
প্রধান রুটের টিকিটের দামের চিত্র:
| রুট | স্বাভাবিক গড় দাম | বর্তমান টিকিটের দাম (প্রায়) |
| দিল্লি-মুম্বই (রিটার্ন) | ~₹২০,০০০ | ₹৬০,০০০ এর বেশি |
| দিল্লি-কলকাতা | ~₹১০,০০০ – ₹১২,০০০ | ₹৩৮,৭০০ (স্পাইসজেটের একমাত্র উপলব্ধ ফ্লাইট) |
| মুম্বই-শ্রীনগর (ওয়ান-ওয়ে) | ~₹১০,০০০ | ₹৬২,০০০ |
| মুম্বই-শ্রীনগর (রিটার্ন) | ~₹২০,০০০ | ₹৯২,০০০ এর বেশি |
-
দিল্লি-মুম্বই: সাধারণত দিল্লি থেকে মুম্বইয়ের রিটার্ন ফ্লাইটের টিকিটের দাম ২০,০০০ টাকার আশেপাশে থাকে। ইন্ডিগো এই রুটের সমস্ত ফ্লাইট বাতিল করায় অন্য এয়ারলাইনসে টিকিটের দাম ৬০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছে।
-
দিল্লি-কলকাতা: ইন্ডিগো ফ্লাইট বাতিল করায় দিল্লি ও কলকাতার মধ্যে বর্তমানে শুধুমাত্র স্পাইসজেটের একটি বিমানেরই টিকিট পাওয়া যাচ্ছে। সেই বিমানের টিকিটের দাম ৩৮,৭০০ টাকা।
-
অন্যান্য রুট: মুম্বই থেকে চেন্নাইগামী ফ্লাইটের ভাড়াও (দিল্লিতে হল্ট সহ) ৬০,০০০ টাকা ছুঁয়েছে। তবে একই রুটে এক সপ্তাহ পরে ভ্রমণের টিকিট কাটলে দাম ৪,৫০০ টাকা কম হবে।
-
মুম্বই-শ্রীনগর: এই রুটের স্বাভাবিক দাম ১০,০০০ টাকার কাছাকাছি থাকলেও বর্তমানে তা গিয়ে পৌঁছেছে ৬২,০০০ টাকায়। পরের দিনের রিটার্ন জার্নি-সহ ওই টিকিট কাটতে গেলে মোট দাম পড়ছে ৯২,০০০ টাকার কিছু বেশি।
ইন্ডিগো-র লাগাতার বিমান বিভ্রাটের জেরে একদিকে যেমন হাজার হাজার যাত্রী নাজেহাল হয়েছেন, তেমনই শেষ মুহূর্তে ভ্রমণকারীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।