ইন্ডিগো এয়ারলাইন্সের লাগাতার ফ্লাইট বাতিল এবং বিলম্বে দেশজুড়ে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলার ঘটনায় এবার সরাসরি কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাত্রীদের এই চরম ভোগান্তির জন্য ইন্ডিগো-কে অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া উচিত।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে এই বিষয়ে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি স্পষ্ট বলেন,
“যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য। পাশাপাশি, এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকারের আগে থেকে পরিকল্পনা করে নির্দেশিকা জারি করা উচিত ছিল।”
প্রসঙ্গত, গত এক সপ্তাহে ইন্ডিগো এয়ারলাইন্সের বিপুল সংখ্যক বিমান বাতিল ও বিলম্বে লক্ষ লক্ষ যাত্রী বিপাকে পড়েছেন। এই ঘটনায় সুপ্রিম কোর্ট জরুরি শুনানির আবেদন খারিজ করে কেন্দ্র সরকারকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সময় দিয়েছিল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পরই মুখ্যমন্ত্রী এই বিষয়ে সরব হলেন। তাঁর মতে, অসামরিক বিমান চলাচল মন্ত্রকের পর্যাপ্ত পরিকল্পনা না থাকাতেই এমন জনভোগান্তি সৃষ্টি হয়েছে।