ইথিওপিয়ার আগ্নেয়গিরি থেকে বাংলাদেশের অস্থিরতা; ২০২৫-এর যে ১০ ঘটনা কাঁপিয়ে দিল দুনিয়া!

বিদায় ২০২৫। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে নতুন বছরের আগমনী বার্তা। কিন্তু ফেলে আসা এই ১২টি মাস বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে প্রকৃতির রুদ্ররূপ—সব মিলিয়ে ছিল চরম নাটকীয়তায় ভরপুর। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন থেকে শুরু করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও নেপালের রক্তক্ষয়ী অস্থিরতা, ২০২৫ সাল ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এক নজরে দেখে নেওয়া যাক বছরের সেরা ১০টি হাইলাইটস:

১. ট্রাম্পের দ্বিতীয় ইনিংস: ২০ জানুয়ারি ২০২৫, জো বাইডেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসেই তিনি একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ নেন, যা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।

২. মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও শান্তি চুক্তি: বছরটি ছিল যুদ্ধের আবহে ঘেরা। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমান্তরালে ইজরায়েল-ইরান সংঘাত চরম রূপ নেয়। বছরের মাঝামাঝি গাজায় দীর্ঘ প্রতীক্ষিত শান্তি চুক্তি হলেও বিক্ষিপ্ত অশান্তি থামেনি। তবে ইরান কিছুটা পিছু হটায় বিশ্ব এক বড়সড় যুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে।

৩. সিডনি বিচে জঙ্গি হামলা: বছর শেষে রক্তাত অস্ট্রেলিয়া। সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় ৬ জন প্রাণ হারান। তদন্তে উঠে আসে হামলাকারী বাবা-ছেলে দুজনেই আইসিস (ISIS) অনুগামী এবং এর নেপথ্যে পাকিস্তান যোগের প্রমাণ পায় প্রশাসন।

৪. অশান্ত বাংলাদেশ: হাসিনা-পরবর্তী বাংলাদেশে অস্থিরতা চরমে পৌঁছায়। সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে ‘জুলাই বিপ্লবের’ মুখ ওসমান হাদি খুন—সব মিলিয়ে উত্তাল ছিল ওপার বাংলা। এরই মাঝে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনাকে সাজা প্রদান বিশেষ তাৎপর্য বহন করে।

৫. নেপালের রাজতন্ত্রের দাবি: সেপ্টেম্বরে ছাত্র-যুবদের (Gen-Z) বিক্ষোভে উত্তাল হয় নেপাল। রাজতন্ত্র ফেরানোর দাবিতে প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতাচ্যুত করার ডাক দেওয়া হয়। বর্তমানে সেখানে রাষ্ট্রপতি শাসন চললেও কমিউনিস্টদের দাপট অব্যাহত।

৬. ভারত-পাকিস্তান উত্তেজনা ও ট্রাম্পের হস্তক্ষেপ: পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় বায়ুসেনা ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের শক্তি তছনছ করে দেয়। যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার হস্তক্ষেপে শান্তি ফিরেছে, যদিও নয়াদিল্লি এই দাবি উড়িয়ে দিয়েছে।

৭. জেগে উঠল ১২ হাজার বছরের সুপ্ত আগ্নেয়গিরি: নভেম্বরে ইথিওপিয়ার হারালি গুব্বি আগ্নেয়গিরি ১২ হাজার বছর পর জেগে ওঠে। এর ধোঁয়া ও ছাইয়ে বিশ্বজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হয়, এমনকি দিল্লির আকাশেও তার প্রভাব দেখা যায়।

৮. লুভর মিউজিয়ামে ঐতিহাসিক চুরি: প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়াম থেকে অমূল্য শিল্পকর্ম চুরি যাওয়ার ঘটনা ২০২৫-এর অন্যতম বড় অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

৯. এআই (AI) বিপ্লব: প্রযুক্তির ইতিহাসে মাইলফলক তৈরি করে প্যারিসে অনুষ্ঠিত হয় ‘এআই অ্যাকশন সামিট’। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ও সঠিক ব্যবহার নিয়ে বিশ্বনেতারা একজোট হন।

১০. উষ্ণতম বছরের রেকর্ড: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০২৫ সাল বিশ্বের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর হিসেবে নথিবদ্ধ হয়েছে। গড় তাপমাত্রা প্রাক-শিল্প যুগের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যা পরিবেশবিদদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy