ইতিহাস পরীক্ষায় ভূগোলের প্রশ্ন! ঘাটালের স্কুলে প্রশ্ন বিভ্রাটে চাঞ্চল্য

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ইড়পালা হাইস্কুলে সপ্তম শ্রেণির ইউনিট টেস্টে এক অদ্ভুত ভুল ধরা পড়েছে। ইতিহাসের পরীক্ষার দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ভূগোলের প্রশ্নপত্র। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ইতিহাসের বদলে ভূগোলের প্রশ্ন
বিদ্যালয়ের রুটিন অনুযায়ী, বুধবার ইতিহাস পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা দেখে, তাতে ১৮৫৭ সালের মহাবিদ্রোহ বা ইলবার্ট বিলের মতো ঐতিহাসিক বিষয়ের বদলে ‘গ্র্যান্ড ক্যানিয়ন কী’ বা ‘শিশির ও কুয়াশা কী’-এর মতো ভূগোলের প্রশ্ন রয়েছে। বিষয়টি শিক্ষকদের নজরে আসার পর ভুলটি ধরা পড়ে। এরপর দ্রুত ভূগোলের প্রশ্নগুলো বাতিল করে নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

অভিভাবক ও শিক্ষকদের ক্ষোভ
এই গাফিলতিতে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, প্রশ্নপত্র ছাপার আগে কেন একাধিকবার তা যাচাই করা হলো না? এই ঘটনা রাজ্যের শিক্ষাব্যবস্থার মান নিয়েও প্রশ্ন তুলেছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বিনয় চৌধুরী তাঁর ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সে বিষয়ে কড়া নজরদারি রাখার আশ্বাস দিয়েছেন। স্কুল পরিচালন কমিটির সদস্য রঞ্জন সামন্তও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেছেন।

রাজনৈতিক বিতর্ক
এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় সিপিএম নেতা প্রভাস মাঝি বলেন, “এই ঘটনা প্রমাণ করে দেয় যে রাজ্যের শিক্ষাব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। শিক্ষক নিয়োগে অনিয়মের কারণেই এখন এই অবস্থা। স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এমন ভুল বারবার হচ্ছে।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy