ভারতের (Indian Cricket Team) পেস সেনসেশন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ফের একবার ঐতিহাসিক রেকর্ড গড়লেন। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট (Test Wickets) শিকারী ভারতীয় পেসার হিসেবে নিজের নাম লিখিয়ে নিলেন তিনি। শুধু তাই নয়, বলের হিসাবেও তিনি ভারতের দ্রুততম বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এই নজির গড়েন বুমরাহ।
বলের হিসাবে বিশ্বরেকর্ড
বুমরাহ এই রেকর্ডে কেবল ইনিংসের হিসাবে দ্রুততম নন, বরং ব্যবহৃত বলের সংখ্যাতেও তিনি নতুন মানদণ্ড তৈরি করেছেন:
দ্রুততম (বলের হিসাবে): দেশের মাটিতে ৫০ টেস্ট উইকেট নিতে বুমরাহ মাত্র ১,৭৪৭ ডেলিভারি খরচ করেছেন। এই রেকর্ডটি আগে ছিল জাভাগাল শ্রীনাথের দখলে, যিনি তুলনামূলকভাবে বেশি বল ব্যবহার করেছিলেন।
দ্রুততম (ইনিংসের হিসাবে): মাত্র ২৪ ইনিংসে তিনি এই মাইলফলক ছুঁয়ে প্রাক্তন ভারতীয় পেসার জাভাগাল শ্রীনাথের রেকর্ডে ভাগ বসালেন।
বুমরাহর এই পরিসংখ্যান প্রমাণ করে, স্পিনারদের জন্য সহায়ক বলে পরিচিত ভারতের উইকেটে একজন পেসার হিসেবে তাঁর পারফরম্যান্স কতটা অসাধারণ।
বিশ্বসেরা গড়ের নজির
দেশের মাটিতে সাফল্য ছাড়াও বুমরাহর সামগ্রিক টেস্ট ক্যারিয়ার এখন এক অনন্য উচ্চতায়:
গড়: এখন পর্যন্ত ৪৯ টেস্টে ২২২টি উইকেট নিয়েছেন বুমরাহ। তাঁর বোলিং গড় মাত্র ১৯.৭৪।
অনন্য রেকর্ড: বিশ্বে তিনি একমাত্র বোলার, যার ২০০টির বেশি টেস্ট উইকেট রয়েছে এবং বোলিং গড় ২০-এর নিচে। এটি বিশ্বের যে কোনও বোলারের মধ্যে সর্বোচ্চ মানের এক রেকর্ড।
আহমেদাবাদ টেস্টে পারফরম্যান্স
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বুমরাহ প্রথম ইনিংসে ১৪ ওভারে ৩ উইকেট নিয়ে মাত্র ৪২ রান খরচ করেন। বিশেষ করে ইয়োহান লেইনের বিরুদ্ধে তাঁর ইয়র্কার ডেলিভারিটি ছিল একেবারে ‘আনপ্লেয়েবল’।
এই ম্যাচে বুমরাহর পাশাপাশি দুর্দান্ত ছন্দে ছিলেন মহম্মদ সিরাজ (৪ উইকেট) এবং কুলদীপ যাদব (২ উইকেট)। পুরো দলীয় প্রচেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৬২ রানেই গুটিয়ে যায়, যা ক্রিকেট বিশেষজ্ঞদের মতে সিরিজে ভারতের একতরফা আধিপত্যের পূর্বাভাস দিচ্ছে।