ইডি-সিবিআই তদন্ত চাইলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, কেন্দ্রীয় সংস্থায় আস্থা, নিজ দলের প্রতি সুকান্তর কটাক্ষ

সাধারণত রাজ্যের বিরোধী দলগুলোই বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বা ইডি’র তদন্ত চেয়ে সরব হয়। কিন্তু এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল পশ্চিমবঙ্গে। কয়লা খনি এলাকার ব্যাপক দুর্নীতির তদন্তে ইডি ও সিবিআইকে যুক্ত করার দাবি জানিয়ে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষণ রেড্ডিকে চিঠি দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে তীব্র কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) অর্থাৎ কয়লা খনি এলাকায় ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তার দাবি, খনি এলাকায় একাধিক ক্ষেত্রে এই দুর্নীতি চলছে, যার গভীর তদন্ত প্রয়োজন। সে কারণেই তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি’র হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছেন।

সুকান্ত মজুমদারের কটাক্ষ:
কীর্তি আজাদের এই পাঁচ পৃষ্ঠার চিঠি এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের শাসক দলকে তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, “অবশেষে তৃণমূল সাংসদরাও সিবিআই এবং ইডির মতো কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্তের দাবি জানাতে শুরু করলেন। সাংসদ কীর্তি আজাদের এই চিঠি থেকে স্পষ্ট হচ্ছে যে, তিনি পশ্চিমবঙ্গ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন।”

সুকান্ত মজুমদার আরও দাবি করেছেন যে, রাজ্য পুলিশ যে সঠিক তদন্ত করে না, তা প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের নেতা ও সাংসদরাও মেনে নিতে শুরু করেছেন। তিনি তার পোস্টে আরও লিখেছেন, “এটা অবাক করার মত বিষয়, যাদের বিরুদ্ধে তৃণমূল সাংসদের চিঠিতে অভিযোগ করা হয়েছে, তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ সহযোগী।”

এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। শাসক দলের একজন সাংসদের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তের দাবি জানানোর বিষয়টি একদিকে যেমন তৃণমূলের অভ্যন্তরীণ মতপার্থক্যকে সামনে এনেছে, তেমনই বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। কয়লা খনি দুর্নীতির এই অভিযোগ এবং এর তদন্তের দাবি আগামী দিনে কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy