মুর্শিদাবাদের বেলডাঙা ব্লকের ভাবতায় জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। মৃত শিক্ষকের নাম নগেন সরকার (৪৫)। তাঁর বাড়ি সারগাছি মোড়লপাড়ায়।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার বিশুরপুকুর হাইস্কুলের শিক্ষক নগেন সরকার স্কুল সেরে বাইকে করে সারগাছিতে বাড়ি ফিরছিলেন।
-
স্থান: দুর্ঘটনাটি ঘটে বেলডাঙার ভাবতায় নেতাজি স্কুলের কাছে নেতাজি মোড় সংলগ্ন এলাকায়, যেখানে জাতীয় সড়ক সংস্কারের কাজ চলছিল।
-
ঘটনা: প্রাথমিকভাবে জানা গিয়েছে, পিছন থেকে একটি ডাম্পার তাঁর বাইকে ধাক্কা মারে।
-
মৃত্যু: দুর্ঘটনার ফলে শিক্ষক ঘটনাস্থলেই গুরুতর জখম হন।
উদ্ধার ও আইনি প্রক্রিয়া
ঘটনাস্থলে এক সিভিক ভলান্টিয়ার নগেন সরকারকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি দ্রুত তাঁকে উদ্ধার করে বহরমপুরের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
-
মামলা: এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
-
তদন্ত: পুলিশ জানিয়েছে, ঘাতক ডাম্পার এবং চালক পলাতক। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে।
-
ময়নাতদন্ত: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই ঘটনায় গোটা পরিবার সহ সারগাছি মোড়লপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।