আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নিজেদের রণনীতি সাজাতে ব্যস্ত। এই আবহে আগামী সোমবার, বিকেল সাড়ে চারটেয় তৃণমূল সাংসদদের নিয়ে এক ভার্চুয়াল বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই বৈঠকে তিনি সংসদে তৃণমূল সাংসদদের করণীয়, কোন কোন ইস্যুতে তারা সরব হবেন, এবং দলের অবস্থান স্পষ্ট করবেন।
বর্তমানে রাজ্য-রাজনীতিতে ‘SIR’ (Special Integrated Revision) ইস্যুটি নিয়ে ব্যাপক চাপানউতোর চলছে। বিহারে ভোটার তালিকা সংশোধনের পর খসড়া তালিকা থেকে প্রায় ৬১ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার খবর সামনে আসার পর থেকেই এই বিতর্ক আরও তীব্র হয়েছে। গুঞ্জন চলছে যে, নির্বাচন কমিশন আগস্ট মাসেই বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে পারে। বিরোধী দলগুলি এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে, এবং বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসও আসরে নেমেছে। তৃণমূল হুঁশিয়ারি দিয়েছে যে, যদি বাংলায় কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে, তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে।
এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের নির্দেশ দেবেন কীভাবে তারা এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কাজ করবেন এবং কেন্দ্রীয় স্তরে দলের অবস্থান তুলে ধরবেন। একইসঙ্গে, রাজ্য সরকারের সদ্য চালু হওয়া ‘পাড়ায়-পাড়ায় সমাধান’ প্রকল্পের অগ্রগতি এবং এই কর্মসূচিতে সাংসদদের ভূমিকা নিয়েও তিনি দিকনির্দেশনা দিতে পারেন।
প্রসঙ্গত, শুধু মুখ্যমন্ত্রী নন, আগামী ৫ অগাস্ট তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সেই বৈঠকে দলের সমস্ত জেলা সভাপতি এবং শাখা সংগঠনের প্রধানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই পর পর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচন এবং তার আগে দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করার উপর তৃণমূলের জোর দেওয়ারই ইঙ্গিত দিচ্ছে।