শিল্প ও বাণিজ্য মহলের প্রত্যাশা পূরণ হলো না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) তাদের তিন দিনের মুদ্রা নীতি কমিটির (MPC) বৈঠকের পর রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করল। বুধবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, যে সুদে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদে ধার দেওয়া হয়, সেই রেপো রেট ৫.৫ শতাংশেই স্থির থাকছে।
এর আগে গত আগস্ট মাসে অনুষ্ঠিত এমপিসি-র বৈঠকেও রেপো রেট ৫.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছিল।
কেন রেট কমানোর প্রত্যাশা ছিল?
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে এই বৈঠকে সুদের হার কমানোর দিকে তাকিয়েছিলেন নীতি নির্ধারক এবং সাধারণ মানুষ। এমনকি, চলতি বৈঠকের আগে স্টেট ব্যাঙ্কের এক রিপোর্টেও ২৫ বেসিস পয়েন্ট রেট কমানোর সুপারিশ করা হয়েছিল। কিন্তু পরপর দু’বার রেপো রেট অপরিবর্তিত রাখায় এখন গৃহঋণ বা গাড়ি ঋণের মতো বাণিজ্যিক ঋণের সুদের হার কমার সম্ভাবনা আপাতত থাকল না।