বাংলার অন্যতম জনপ্রিয় এবং ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি বরাবরই নিজের স্পষ্টবাদী মন্তব্যের জেরে আলোচনা ও জনপ্রিয়তার কেন্দ্রে থাকেন। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রলিংয়ের বিরুদ্ধে এক বিস্ফোরক বার্তা দিলেন। দুর্গাপূজার শুভ নবমীর দিনে নিজেকেই নিজে একটি বিশেষ প্রতিজ্ঞা করেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সর্বদা জনপ্রিয়তার শীর্ষে থাকা স্বস্তিকার এই কড়া বার্তা এখন খবরের শিরোনামে।
ট্রলিং এখন ‘মহামারি’
নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে স্বস্তিকা মুখার্জি লেখেন, ‘শুভ নবমী এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেবো না।’
তিনি স্বীকার করেন যে যদিও চোখে পড়লে তাঁর ‘হাত নিশপিশ’ করে, তবু তিনি অনুভব করেন যে এই সমস্ত কমেন্টের উচিত জবাব দেওয়াটা যোগ্য নয়। ট্রলিং এখনকার দিনে আর নিছক ট্রলিং নয় বলে তিনি মনে করেন। স্বস্তিকা আরও বলেন, ‘একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানান ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই।’
এই ‘নেগেটিভিটি’ এড়াতে অভিনেত্রী নিজেই পথ খুঁজে নিয়েছেন। তাঁর ভাষ্যে, ‘ব্লক একটি নতুন অর্থ খুঁজে পেয়েছে।’
বডি শেমিং ও নারীদের জন্য বার্তা
ট্রলিংয়ের বিরুদ্ধে নিজে অবস্থান নেওয়ার পাশাপাশি স্বস্তিকা সেই সমস্ত নারীদের জন্য বিশেষ অভিনন্দন জানিয়েছেন, যারা প্রতিনিয়ত বডি শেমিং (Body Shaming) ও এজ শেমিং (Age Shaming)-এর বিরুদ্ধে লড়াই করছেন।
তিনি বলেন, ‘আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সাথে বহন করা বন্ধ করি।’
শেষে স্বস্তিকা যারা তাঁকে ভালোবাসেন, তাদের জন্য ভালোবাসা প্রকাশ করে বলেছেন, ‘আমি এই নিয়েই বাঁচবো।’ অভিনেত্রীর এই দৃঢ় বার্তা ইন্ডাস্ট্রির ভেতরে এবং বাইরে ব্যাপক সাড়া ফেলেছে।