‘আর চুপ থাকবে না ভারত!’ হাসনাত আবদুল্লাহর হুঁশিয়ারিতে এবার সরাসরি পালটা চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মার

ভারতের অখণ্ডতা এবং উত্তর-পূর্বাঞ্চলের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলিকে দখল করার ধৃষ্টতা দেখিয়েছে ওপার বাংলার নেতা। বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এই উস্কানিমূলক মন্তব্যের জেরে এবার উত্তাল হয়ে উঠল ভারতের মাটি। শুক্রবার আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের অফিসের সামনে বিক্ষোভ দেখাল তিপরা মোথার যুব শাখা ‘ত্রিপুরা ইয়ুথ ফেডারেশন’।

আগরতলায় ভারতের তেরঙা হাতে প্রতিবাদ: বিক্ষোভকারীরা বাংলাদেশের নেতাদের ভারত-বিরোধী মন্তব্যের তীব্র নিন্দা জানান। হাতে জাতীয় পতাকা নিয়ে ‘ভারত বিরোধী স্লোগান’ বন্ধ করার দাবি তোলেন তাঁরা। তিপরা ইয়ুথ ফেডারেশনের প্রেসিডেন্ট সূরজ দেববর্মা সপাটে মনে করিয়ে দেন, “ভারত সরকার এবং ভারতীয় সেনার রক্ত ও ত্যাগের জন্যই ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিল। অথচ আজ তারাই আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলছে? এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

হিমন্ত বিশ্ব শর্মার কড়া হুঁশিয়ারি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওপার বাংলা থেকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য এবং হুমকি আসা বন্ধ না হলে ভারতও চুপ করে বসে থাকবে না। দিল্লির পক্ষ থেকেও এই মন্তব্যের বিরুদ্ধে কড়া কূটনৈতিক প্রতিবাদ জানানো হয়েছে।

কেন এই উত্তেজনা? সম্প্রতি বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহ ভারতকে বিভাজিত করার এবং সেভেন সিস্টার্স দখল করার বিতর্কিত হুমকি দেন। এর পরেই দুই দেশের সীমান্তে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মন্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড়সড় ফাটল ধরাতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy