কৌন বনেগা ক্রোড়পতি (KBC)-র মঞ্চে অমিতাভ বচ্চনের সঙ্গে এক ক্লাস ফাইভের বাচ্চার আচরণের ভিডিও ভাইরাল হয়েছে। গুজরাটের গান্ধীনগরের সেই প্রতিযোগী ইশিত ভট অমিতাভের প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তাঁকে থামিয়ে দিয়ে বলে, “আরে তুমি প্রশ্ন করো তো! এত কথা কেন বলছ? আমি সব জানি।” এমনকি, খেলার নিয়ম বলার সময়ও সে ঔদ্ধত্যের সঙ্গে বলে, “আমি জানি, তুমি যেন আবার আমাকে নিয়ম শেখাতে এসো না।”
এই অল্প বয়স্ক ছেলেটির এমন ‘বেয়াদপি’ দেখে নেটপাড়ায় চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। ইশিতকে ‘অসভ্য’ আখ্যা দিয়ে বহু নেটিজেন তার মা-বাবার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ইউজার লিখেছেন, “হতেই পারে আপনার বাচ্চার জ্ঞান আছে। কিন্তু সে যদি আচার-আচরণ ঠিক না রাখে, তাহলে কোনওদিন সফল হতে পারবে না।” আরেকজন মন্তব্য করেন, “বেশ হয়েছে। খেলতে পারেনি বেশিক্ষণ। এটা ওর কাছে শিক্ষা হয়ে থাকবে।”
অমিতাভের প্রতিক্রিয়া ও নেটিজেনদের পালটা যুক্তি:
গোটা এপিসোড জুড়ে ইশিতের ‘বাজে’ আচরণ সত্ত্বেও অমিতাভ বচ্চন প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করেননি। তবে কৌশলে তিনি বুঝিয়ে দেন যে এই আচরণ বয়সোচিত নয়। বিগ বি বলেন, “কখনও সখনও অধিক আত্মবিশ্বাসের জেরে বাচ্চারা ভুল করে বসে।”
যদিও নেটিজেনদের একাংশ শিশুটিকে আক্রমণ করার বিরোধিতা করেছেন। তাঁদের দাবি, হয়তো পুরো বিষয়টি স্ক্রিপটেড ছিল, যা না জেনে আক্রমণ করা ঠিক নয়। আবার কেউ কেউ রিয়েলিটি শোগুলিতে বাচ্চাদের প্রতিযোগিতার চাপ এবং এর মানসিক প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। নিশা ভারতী নামের এক ইউজার লিখেছেন, “ভাবুন তো যদি ও জিতত, তাহলে কিন্তু সবাই মাথায় তুলে নাচানাচি করত… তখন এই ঔদ্ধত্যের জন্যই প্রশংসা পেত।”
এদিকে, ইশিত ভট অবশ্য বেশিক্ষণ হটসিটে টিকতে পারেনি। খেলার এক পর্যায়ে রামায়ণ-সংক্রান্ত একটি সহজ প্রশ্নের উত্তর দিতে না পেরে সে প্রতিযোগিতা থেকে বাইরে চলে যায়।