এ যেন সুকুমার রায়ের সেই ‘ছিল রুমাল হয়ে গেল বেড়াল’! তবে এবার রুমাল নয়, আস্ত জলজ্যান্ত মানুষ ভোটার তালিকায় হয়ে গিয়েছেন ‘মৃত’। খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই পশ্চিমবঙ্গজুড়ে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। হাওড়া থেকে কোচবিহার, চুঁচুড়া থেকে কালনা—তালিকার ভুলে কোথাও জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হয়েছে, আবার কোথাও নিখোঁজ বলে বাদ দেওয়া হয়েছে বৈধ ভোটারদের। এই পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড়সড় চক্রান্তের তোপ দেগেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
শ্মশানে বসলেন নেতা, ডেথ সার্টিফিকেট নিতে পুরসভায় ভোটার!
হুগলি: ডানকুনির তৃণমূল কাউন্সিলার সূর্য দে নিজেকে খসড়া তালিকায় ‘মৃত’ দেখে প্রতিবাদে সটান শ্মশানে গিয়ে ধর্ণায় বসেন। তাঁর প্রশ্ন, তিনি জীবিত থেকেও তালিকায় মৃত হলেন কীভাবে?
কালনা: কালীনগরপাড়ার পূর্ণ সাহা নিজেকে তালিকায় মৃত দেখে ক্ষোভে কালনা পুরসভায় হাজির হন নিজেরই ‘ডেথ সার্টিফিকেট’ সংগ্রহ করতে! তাঁর এই অদ্ভুত প্রতিবাদে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
হাওড়া: ৭২ বছরের বৃদ্ধা গায়ত্রী তিওয়ারি আক্ষেপ করে বলেন, “আমি এখনও বেঁচে আছি, তবু আমাকে মৃত করে দেওয়া হলো?”
ঘরেই রয়েছেন অথচ বিএলও-র খাতায় ‘নিখোঁজ’: পশ্চিম বর্ধমানের সালানপুরের বাসিন্দা ৭০ বছরের ভীমচন্দ্র মণ্ডলকে ‘মৃত’ এবং তাঁর বোনকে ‘নিখোঁজ’ দেখানো হয়েছে। পরিবারের দাবি, সবাই একসঙ্গে ফর্ম জমা দিলেও অদ্ভুতভাবে এই নামগুলি বাদ দেওয়া হয়েছে। একই ছবি দুর্গাপুরেও, সেখানে ২২ জন ভোটারকে তালিকায় ‘খুঁজে পাওয়া যাচ্ছে না’ বলে উল্লেখ করা হয়েছে। এমনকি ডোমকলের পঞ্চায়েত সমিতির তৃণমূল নেতা মাহাবুব হাসানকেও ‘অনুপস্থিত’ দেখিয়ে নাম বাদ দেওয়া হয়েছে।
বিএলও-র বিরুদ্ধে মারধরের অভিযোগ: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ। ফর্ম জমা দিলেও ১৮ জন ভোটারের নাম বাদ পড়ার কারণ জানতে গেলে বিএলও সুব্রত দাস তাঁদের মারধর করেন বলে অভিযোগ। রক্তাক্ত ভোটাররা থানায় এফআইআর দায়ের করেছেন। যদিও বিএলও-র দাবি, ভোটাররা রাতে তাঁর বাড়িতে চড়াও হওয়ায় তিনি স্রেফ প্রতিরোধ করেছেন।
কমিশন ও প্রশাসনের বক্তব্য: চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার একে ‘বিরাট চক্রান্ত’ বলে দাবি করেছেন। কালনা ও দুর্গাপুরের মহকুমাশাসকরা জানিয়েছেন, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভোটারদের পুনরায় ৬ নম্বর ফর্ম ফিলআপ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে, বিএলও-দের দেওয়া তথ্যে এত বড় ভুল কীভাবে সম্ভব?
গোটা রাজ্য যখন জাঁকিয়ে শীতের অপেক্ষায়, তখন খসড়া ভোটার তালিকার এই গরমিল রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিল।