“আমার পাড়া, তৃণমূল তাড়া!”—বিজেপির মঞ্চ থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ, মুসলিমদের বার্তা

অনুমতি ছাড়াই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে শনিবার অনুষ্ঠিত হল বিজেপির ‘বিজয় সংকল্প সভা’। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। সভা মঞ্চ থেকে দুই নেতাই রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বিশেষত, সংখ্যালঘু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁরা শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা করেন।

ভারতীয় মুসলিমদের বার্তা শুভেন্দু-সুকান্তের
সভায় সুকান্ত মজুমদার প্রথমে ভারতীয় মুসলিমদের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’ সুকান্তর বক্তব্যের সূত্র ধরে শুভেন্দু অধিকারী বলেন, ‘ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। আমি কখনও বলিনি যে আমি মুসলিম ভোট চাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাত, ধর্ম বা ভোটব্যাঙ্ক না দেখে সবার জন্য কাজ করেছেন।’

তবে এরপরই তিনি অভিযোগের আঙুল তোলেন তৃণমূলের দিকে। শুভেন্দুর দাবি, ‘যখন আমরা সংখ্যালঘু এলাকায় যাই, তখন বলা হয় এ তো জয় শ্রীরামের পার্টি, এদের ঢুকতে দেওয়া যাবে না। এটাই মূল সমস্যা।’

আইনশৃঙ্খলা নিয়ে সবচেয়ে বিস্ফোরক মন্তব্য
রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি করেন। তিনি সরাসরি দাবি করেন, ‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নষ্ট করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ও রোহিঙ্গারা, ভারতীয় মুসলিমরা নয়।’

এছাড়াও, রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণ এবং অপরাধের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি শাসকদলকে তীব্র আক্রমণ করেন। একইসঙ্গে তিনি দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাস (Demography) বদলেরও গুরুতর অভিযোগ তুলে দেন। রাজ্য সরকারের জনপ্রিয় কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-কে কটাক্ষ করে তিনি নতুন স্লোগান দেন— ‘আমার পাড়া, তৃণমূল তাড়া।’

২০২৬-এর বড় ‘গ্যারান্টি’
নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ছোট গ্যারান্টার’ বলে উল্লেখ করে শুভেন্দু অধিকারী দক্ষিণ দিনাজপুরের জন্য এক বড় প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, ‘২০২৬ সালে বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরেই দক্ষিণ দিনাজপুরে মেডিক্যাল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হবে।’

অনুমতি ছাড়া সভা আয়োজনের বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রে এসেছে। তবে বিজেপি নেতারা এই সভার মাধ্যমে রাজ্যের তৃণমূল সরকারকে কোণঠাসা করার চেষ্টা করেছেন, তা স্পষ্ট। সভা শেষে তিনি জেলার সবকটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য জনতার কাছে আহ্বান জানান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy