“আমাদের যোদ্ধারা ঈশ্বরের লক্ষ্য পূরণ করছে”, ইউক্রেন যুদ্ধকে ‘পবিত্র অভিযান’ আখ্যা দিলেন পুতিন!

ইউক্রেন যুদ্ধে ‘ঈশ্বর’ ও ‘পিতৃভূমি’র যোগসূত্র ইউক্রেন সীমান্তে দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘাতের আবহে এক চাঞ্চল্যকর আধ্যাত্মিক বয়ান পেশ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার মস্কোর অদূরে সেইন্ট জর্জ দ্য ভিক্টোরিয়াস গির্জায় এক বিশেষ সভায় তিনি দাবি করেন, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনারা আসলে ঈশ্বরের নির্দেশিত একটি পবিত্র লক্ষ্য পূরণ করছেন। অভিযানে থাকা সেনাদের সন্তানদের সঙ্গে আলাপকালে পুতিন তাদের অভিভাবকদের ‘ত্রাণকর্তা’ হিসেবে অভিহিত করেন।

পবিত্র লক্ষ্যের ডাক: পুতিন বলেন, “আমরা ঈশ্বরকে ত্রাণকর্তা বলি কারণ তিনি আমাদের রক্ষা করেন। আমাদের যোদ্ধারাও ঠিক তাই করছেন। তারা ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী আমাদের পিতৃভূমি এবং জনগণকে রক্ষা করার মিশনে নিয়োজিত। (ইউক্রেনে) আমরা যা করছি তা একটি পবিত্র লক্ষ্যের দিকে পরিচালিত হচ্ছে, যা স্বয়ং ঈশ্বর নির্ধারণ করে দিয়েছেন।” তিনি আরও বলেন যে, রুশ জনগণের কাছে তাদের যোদ্ধারা সবসময়ই গর্বের এবং সম্মানের।

প্রেক্ষাপট ও ট্রাম্পের প্রচেষ্টা: ২০২২ সালে শুরু হওয়া এই সামরিক অভিযান ২০২৬ সালেও অব্যাহত রয়েছে। যদিও ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে পরিস্থিতির খুব একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছ থেকে নতুন করে অর্থ ও অস্ত্র সহায়তার জন্য তোড়জোড় শুরু করেছেন।

আদর্শিক সংঘাত: পুতিনের এই মন্তব্যকে বিশ্লেষকরা যুদ্ধের ওপর একটি ধর্মীয় ও নৈতিক আবরণ দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই পদক্ষেপকে আগ্রাসন হিসেবে দেখে, সেখানে পুতিন একে ‘ঐশ্বরিক মিশন’ হিসেবে তুলে ধরে রুশ জনগণের আবেগ ও সমর্থন ধরে রাখতে চাইছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy